ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

১৩ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
Scroll
শি জিনপিং ফোন করেছেন, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি হচ্ছে: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Scroll
পহেলগাম হত্যাকাণ্ড : আসামে গ্রেপ্তার করা হলো ৬ মুসলিমকে
Scroll
গাজায় নতুন করে হামলায় নিহত আরও ৪৫
Scroll
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন প্রধান উপদেষ্টার
Scroll
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
Scroll
পোপ ফ্রান্সিসের অন্তিম যাত্রা আজ
Scroll
টিভিতে খেলা: ক্রিকেট [কলকাতা নাইট রাইডার্স-পাঞ্জাব কিংস (রাত ৮টা, স্টার স্পোর্টস), লাহোর কালান্দার্স-মুলতান সুলতানস (রাত ৯টা, নাগরিক টিভি], ফুটবল [চেলসি-এভারটন (বিকেল ৫.৩০ মি., স্টার স্পোর্টস), বার্সোলোনা-রিয়াল মাদ্রিদ (রাত ২টা, স্পোর্টসজেডএক্স)

সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেবে না ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৫৩, ২৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১০:৫৬, ২৬ এপ্রিল ২০২৫

সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেবে না ভারত

সিন্ধু নদ। ছবি: সংগৃহীত

পাকিস্তানে সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেন না যায়, সেই লক্ষ্যেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল। শুক্রবার (২৫ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পানির প্রবাহ বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা করে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে।  

পোস্টে তিনি লেখেন, ‘বৈঠকে তিনটি অপশন নিয়ে আলোচনা হয়েছে। সরকার স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন ব্যবস্থার ওপর কাজ করছে যেন পাকিস্তানে এক ফোঁটা পানিও না যায়। শিগগিরই নদীর প্রবাহ বন্ধ করতে ড্রেজিং কাজ সম্পন্ন হবে এবং প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে।’   

এর আগে গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত হন ২৬ জন। হামলার পেছনে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ তোলে ভারত। এরপরই বুধবার ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় দিল্লি।  

তবে এ মুহূর্তে সিন্ধুর পানি আটকে দেওয়ার মতো অবকাঠামো ভারতের নেই। বিষয়টি স্বীকার করে মন্ত্রী জানান, ভবিষ্যতে যাতে পানি আটকানো সম্ভব হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।  

এদিকে ভারতের এমন পদক্ষেপে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, যদি সিন্ধু নদের পানির প্রবাহ বন্ধের চেষ্টা চালানো হয়, তাহলে তারা এটিকে যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।  

 

ঢাকা এক্সপ্রেস/এসএআর
 

আরও পড়ুন