শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৫৩, ২৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১০:৫৬, ২৬ এপ্রিল ২০২৫
সিন্ধু নদ। ছবি: সংগৃহীত
পোস্টে তিনি লেখেন, ‘বৈঠকে তিনটি অপশন নিয়ে আলোচনা হয়েছে। সরকার স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন ব্যবস্থার ওপর কাজ করছে যেন পাকিস্তানে এক ফোঁটা পানিও না যায়। শিগগিরই নদীর প্রবাহ বন্ধ করতে ড্রেজিং কাজ সম্পন্ন হবে এবং প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে।’
এর আগে গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত হন ২৬ জন। হামলার পেছনে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ তোলে ভারত। এরপরই বুধবার ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় দিল্লি।
তবে এ মুহূর্তে সিন্ধুর পানি আটকে দেওয়ার মতো অবকাঠামো ভারতের নেই। বিষয়টি স্বীকার করে মন্ত্রী জানান, ভবিষ্যতে যাতে পানি আটকানো সম্ভব হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে ভারতের এমন পদক্ষেপে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, যদি সিন্ধু নদের পানির প্রবাহ বন্ধের চেষ্টা চালানো হয়, তাহলে তারা এটিকে যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ঢাকা এক্সপ্রেস/এসএআর