শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:২২, ২৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:২৩, ২৬ এপ্রিল ২০২৫
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: সংগৃহীত
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
তিনি বলেন, পেহেলগামের হামলাকে ব্যবহার করে ভারত এখন সিন্ধু নদ চুক্তি বাতিলের মতো পদক্ষেপ নিচ্ছে। অথচ কোনো ধরনের তদন্ত বা প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে শাস্তিমূলক সিদ্ধান্ত নিচ্ছে দিল্লি।
তার ভাষায়, পাকিস্তান চায় না এই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হোক। কারণ, তেমন কিছু ঘটলে তা গোটা দক্ষিণ এশিয়ার জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে।
প্রসঙ্গত, কাশ্মীরকে ঘিরে পাকিস্তানের সেনাপ্রধানের সাম্প্রতিক এক বক্তব্যের পরই এই হামলার ঘটনা ঘটে। এক সপ্তাহ আগেই, ইসলামাবাদে এক অনুষ্ঠানে তিনি কাশ্মীরকে দেশটির ‘গলার ধমনী’ উল্লেখ করে তিনি বলেন, একদিন পুরো জম্মু ও কাশ্মীর পাকিস্তানের অংশ হবে।
তার এই বক্তব্যের কয়েক দিনের মাথায়, ২২ এপ্রিল কাশ্মীরের বৈসরণ উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি পর্যটক।
এই হামলার দায় স্বীকার করেছে টিআরএফ নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী। ভারতীয় গোয়েন্দাদের দাবি, এটি লস্কর-ই-তৈয়বার উপশাখা, যাদের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই’র পুরনো সম্পর্ক রয়েছে।
তবে খাজা আসিফ জানিয়েছেন, বর্তমানে লস্কর-ই-তৈয়বা সম্পূর্ণ অকার্যকর একটি গোষ্ঠী। তাদের কেউ কারাগারে, কেউ গৃহবন্দি। আর পাকিস্তান থেকে ভারতে এত বড় হামলা চালানোর মতো সামর্থ্য তাদের আর নেই।
ঢাকা এক্সপ্রেস/এসএআর