ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

১৩ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
বৈদ্যুতিক গোলযোগে বিকেল সোয়া পাঁচটা থেকে মেট্রোরেলের চলাচল বন্ধ
Scroll
ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪ শতাধিক
Scroll
রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
Scroll
শি জিনপিং ফোন করেছেন, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি হচ্ছে: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Scroll
পহেলগাম হত্যাকাণ্ড : আসামে গ্রেপ্তার করা হলো ৬ মুসলিমকে
Scroll
গাজায় নতুন করে হামলায় নিহত আরও ৪৫
Scroll
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন প্রধান উপদেষ্টার
Scroll
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
Scroll
টিভিতে খেলা: ক্রিকেট [কলকাতা নাইট রাইডার্স-পাঞ্জাব কিংস (রাত ৮টা, স্টার স্পোর্টস), লাহোর কালান্দার্স-মুলতান সুলতানস (রাত ৯টা, নাগরিক টিভি], ফুটবল [চেলসি-এভারটন (বিকেল ৫.৩০ মি., স্টার স্পোর্টস), বার্সোলোনা-রিয়াল মাদ্রিদ (রাত ২টা, স্পোর্টসজেডএক্স)]

ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করায় গ্রেপ্তার টিকটক জ্যোতিষী 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩:১২, ২৬ এপ্রিল ২০২৫

ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করায় গ্রেপ্তার টিকটক জ্যোতিষী 

ছবিঃ সংগৃহীত

টিকটকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করায় এক জ্যোতিষীকে গ্রেপ্তার করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম জন মো থে। সাগাইং অঞ্চলের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় জানায়, ৯ এপ্রিল জন মো থে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি দাবি করেন—২১ এপ্রিল দেশজুড়ে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানবে এবং তা মিয়ানমারের প্রতিটি শহর কাঁপিয়ে দেবে।

এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে টিকটকে। এতে দেখা যায়, তিনি মানুষজনকে সতর্ক করছেন যেন ভূমিকম্পের সময় তারা দরকারি জিনিসপত্র নিয়ে বিল্ডিং থেকে দ্রুত বেরিয়ে যান। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘লোকদের দিনের বেলায় উঁচু ভবনে থাকা উচিত নয়।’

এই ভিডিওটি দেখা হয়েছে ৩০ লাখের বেশি বার। ইয়াঙ্গুনের এক বাসিন্দা জানান, তাঁর অনেক প্রতিবেশী ভিডিওটি বিশ্বাস করে নির্দিষ্ট দিনে তাঁবু টানিয়ে ঘরের বাইরে ছিলেন।

তবে ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ পূর্বাভাস দেওয়া বর্তমান বিজ্ঞানের পক্ষে এখনও সম্ভব নয়। এ ধরনের তথ্য প্রচার বিভ্রান্তিকর ও আতঙ্ক সৃষ্টিকারী।

মিয়ানমারের সেনাশাসিত সরকার জানায়, জনসাধারণের মধ্যে ভীতি ছড়ানোর উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে জন মো কে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। তাঁর টিকটক অ্যাকাউন্ট, যেখানে তাঁর তিন লাখের বেশি অনুসারী ছিল, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

জন মো থে নিজেকে জ্যোতিষী ও হস্তরেখা বিশ্লেষক হিসেবে পরিচয় দেন এবং বলেন তিনি এই পদ্ধতিতে ভবিষ্যদ্বাণী করেন।

প্রসঙ্গত, ২৮ মার্চ মিয়ানমারে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সাড়ে তিন হাজারের বেশি মানুষ নিহত হন এবং মান্দালয় ও সাগাইং অঞ্চলে বহু প্রাচীন স্থাপনা ধ্বংস হয়। ভূমিকম্পটি এতটাই প্রবল ছিল যে এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত থাইল্যান্ডের ব্যাংককেও এর প্রভাব পড়ে। সেখানকার একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে এবং অনেক মানুষ নিহত হন।
 

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন