ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

১৩ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
Scroll
শি জিনপিং ফোন করেছেন, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি হচ্ছে: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Scroll
পহেলগাম হত্যাকাণ্ড : আসামে গ্রেপ্তার করা হলো ৬ মুসলিমকে
Scroll
গাজায় নতুন করে হামলায় নিহত আরও ৪৫
Scroll
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন প্রধান উপদেষ্টার
Scroll
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
Scroll
পোপ ফ্রান্সিসের অন্তিম যাত্রা আজ
Scroll
টিভিতে খেলা: ক্রিকেট [কলকাতা নাইট রাইডার্স-পাঞ্জাব কিংস (রাত ৮টা, স্টার স্পোর্টস), লাহোর কালান্দার্স-মুলতান সুলতানস (রাত ৯টা, নাগরিক টিভি], ফুটবল [চেলসি-এভারটন (বিকেল ৫.৩০ মি., স্টার স্পোর্টস), বার্সোলোনা-রিয়াল মাদ্রিদ (রাত ২টা, স্পোর্টসজেডএক্স)

যুদ্ধের পথে ভারত-পাকিস্তান

উত্তপ্ত নিয়ন্ত্রণ রেখা, প্রতি রাতেই হচ্ছে গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৪৭, ২৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:১২, ২৬ এপ্রিল ২০২৫

উত্তপ্ত নিয়ন্ত্রণ রেখা, প্রতি রাতেই হচ্ছে গোলাগুলি

ছবিঃ সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর দুই দেশের বাহিনীর মধ্যে গত দুই রাতে দু’বার গোলাগুলির ঘটনা ঘটেছে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে কাশ্মীর ও লাদাখ অঞ্চলের একাধিক ভারতীয় পোস্ট লক্ষ্য করে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। ভারতীয় বাহিনীও পাল্টা জবাব দিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, এই গোলাগুলিতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, বৃহস্পতিবার রাতেও সীমান্তে এমন গুলির ঘটনা ঘটে। ভারতীয় কর্তৃপক্ষ এই হামলাগুলোকে অস্ত্রবিরতি চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

সম্প্রতি বৈসরণে ঘটে যাওয়া হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক নিহত হন। ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামে একটি সংগঠন হামলার দায় স্বীকার করেছে। তবে ভারত দাবি করেছে, টিআরএফ পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। ভারতের পানি সম্পদ মন্ত্রী সি আর পাতিল হুঁশিয়ারি দিয়েছেন, ‘সিন্ধুর এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেওয়া হবে না।’ পাশাপাশি, উভয় দেশই তাদের কূটনৈতিক কর্মীদের প্রত্যাহার করেছে এবং নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করেছে।

পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিয়েছে। ইসলামাবাদ ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করেছে, যার মধ্যে রয়েছে ঐতিহাসিক শিমলা চুক্তিও। একই সঙ্গে ওয়াগা সীমান্তের অনুষ্ঠান বন্ধ এবং ভারতের বিমান সংস্থাগুলোর জন্য আকাশপথ অবরোধ করা হয়েছে।

পেহেলগামের ঘটনায় দুই দেশের মধ্যে চলমান এই টানাপোড়েন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইতিমধ্যে সীমান্তের দুপাশে সামরিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে, বাড়ছে সংঘাতের আশঙ্কা। 

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন