ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

১৩ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
Scroll
শি জিনপিং ফোন করেছেন, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি হচ্ছে: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Scroll
পহেলগাম হত্যাকাণ্ড : আসামে গ্রেপ্তার করা হলো ৬ মুসলিমকে
Scroll
গাজায় নতুন করে হামলায় নিহত আরও ৪৫
Scroll
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন প্রধান উপদেষ্টার
Scroll
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
Scroll
পোপ ফ্রান্সিসের অন্তিম যাত্রা আজ
Scroll
টিভিতে খেলা: ক্রিকেট [কলকাতা নাইট রাইডার্স-পাঞ্জাব কিংস (রাত ৮টা, স্টার স্পোর্টস), লাহোর কালান্দার্স-মুলতান সুলতানস (রাত ৯টা, নাগরিক টিভি], ফুটবল [চেলসি-এভারটন (বিকেল ৫.৩০ মি., স্টার স্পোর্টস), বার্সোলোনা-রিয়াল মাদ্রিদ (রাত ২টা, স্পোর্টসজেডএক্স)

পাকিস্তান-ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:২৪, ২৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:০৭, ২৬ এপ্রিল ২০২৫

পাকিস্তান-ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

ছবিঃ সংগৃহীত

জম্মু-কাশ্মিরে সাম্প্রতিক সশস্ত্র হামলায় ২৬ জন নিহতের ঘটনা ঘটেছে। এতে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার (২৫এপ্রিল) এই প্রস্তাব দেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।

তিনি বলেন, ‘ভারত ও পাকিস্তান—দুই দেশই আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী এবং বহু শতাব্দী ধরে আমাদের মধ্যে সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ক বিদ্যমান। আমরা এই সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিই। ইসলামাবাদ ও নয়াদিল্লিতে আমাদের দূতাবাসগুলোর মাধ্যমে আমরা বর্তমান সংকটময় সময়ে দুই দেশের মধ্যে বোঝাপড়া ও শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে পেতে চেষ্টা করছি।’

আরাগচি এক্স (পূর্বতন টুইটার)-এ দেওয়া এক পোস্টে ইরানি কবি সাদির একটি কবিতার উদ্ধৃতিও দেন: ‘মানুষ একটি দেহের মতো; যদি কোনো অঙ্গ ব্যথিত হয়, পুরো দেহই ব্যথা অনুভব করে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সশস্ত্র হামলার পর নয়াদিল্লি দাবি করে, পাকিস্তান এই হামলার সঙ্গে পরোক্ষভাবে জড়িত। এর জেরে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি বাতিলের উদ্যোগ, পাকিস্তানি নাগরিকদের ভিসা সুবিধা বন্ধ এবং প্রধান সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয়।

জবাবে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেয়। দেশটি ভারতের বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়, সীমান্ত ক্রসিং বন্ধ করে এবং ভারতীয় নাগরিকদের ভিসা সুবিধা বাতিল করে দেয়।

ভারতের পানিসম্পদমন্ত্রী জানান, পাকিস্তানে যেন সিন্ধু নদের এক ফোঁটা পানিও না যায়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর গতকাল পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভারত যদি পানি আটকে দেয়ার চেষ্টা করে, তবে তা যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচিত হবে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানানো হবে।

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন