ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

১৩ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
Scroll
শি জিনপিং ফোন করেছেন, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি হচ্ছে: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Scroll
পহেলগাম হত্যাকাণ্ড : আসামে গ্রেপ্তার করা হলো ৬ মুসলিমকে
Scroll
গাজায় নতুন করে হামলায় নিহত আরও ৪৫
Scroll
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন প্রধান উপদেষ্টার
Scroll
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
Scroll
পোপ ফ্রান্সিসের অন্তিম যাত্রা আজ
Scroll
টিভিতে খেলা: ক্রিকেট [কলকাতা নাইট রাইডার্স-পাঞ্জাব কিংস (রাত ৮টা, স্টার স্পোর্টস), লাহোর কালান্দার্স-মুলতান সুলতানস (রাত ৯টা, নাগরিক টিভি], ফুটবল [চেলসি-এভারটন (বিকেল ৫.৩০ মি., স্টার স্পোর্টস), বার্সোলোনা-রিয়াল মাদ্রিদ (রাত ২টা, স্পোর্টসজেডএক্স)

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:২৭, ২৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১০:৪৪, ২৬ এপ্রিল ২০২৫

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আজ

ছবিঃ সংগৃহীত

বিশ্বের ইতিহাসে প্রথম লাতিন আমেরিকান পোপ, পোপ ফ্রান্সিস। আজ শনিবার (২৬ এপ্রিল), ভ্যাটিকানে তাঁর অন্তিম যাত্রা অনুষ্ঠিত হচ্ছে । স্থানীয় সময় সকাল ১০টায় সেন্ট পিটার্স ব্যাসিলিকার সম্মুখ উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত হবে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া। ক্যাথলিক চার্চের কার্ডিনাল কলেজের ডিন, জিওভান্নি বাত্তিস্তা রে নেতৃত্ব দেবেন এই ধর্মীয় অনুষ্ঠানে, যেখানে উপস্থিত থাকবেন চার্চের শীর্ষ ধর্মগুরুরা।  

অনুষ্ঠানের শেষাংশে ডিন রে পাঠ করবেন ‘চূড়ান্ত সমর্পণ প্রার্থনা’, যার মধ্য দিয়ে পোপ ফ্রান্সিসকে আনুষ্ঠানিকভাবে ঈশ্বরের হাতে সমর্পণ করা হবে। পরে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে রোমের ঐতিহাসিক সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায়, যেখানে তাঁকে সমাহিত করা হবে।

প্রথাগত নিয়ম অনুযায়ী, কোনো পোপের মৃত্যু হলে সাধারণত চার থেকে ছয় দিনের মধ্যে তাঁর শেষকৃত্য সেন্ট পিটার্স স্কয়ারে অনুষ্ঠিত হয় এবং তাঁকে সমাধিস্থ করা হয় ব্যাসিলিকার নিচে। কিন্তু পোপ ফ্রান্সিস তাঁর জীবদ্দশাতেই জানিয়ে গিয়েছিলেন, তিনি কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন চান না। সে কারণে, গত এক শতাব্দীতে তিনিই হবেন প্রথম পোপ যিনি সেন্ট পিটার্স ব্যাসিলিকার নিচে নয়, বরং সান্তা মারিয়া মেজিওরে চিরনিদ্রায় শায়িত হবেন।

সমাধিস্থ হওয়ার ক্ষেত্রেও পোপ ফ্রান্সিসের ছিল বিনয়ী পছন্দ। অতীতের পোপরা যেখানে তিন স্তরের কফিনে সমাহিত হতেন—সাইপ্রাস, সিসা ও ওক কাঠের—সেখানে ফ্রান্সিস বেছে নিয়েছেন একটি সাধারণ কাঠের কফিন।

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও রাজপরিবারের সদস্যরা ইতোমধ্যেই রোমে পৌঁছেছেন পোপ ফ্রান্সিসের শেষ শ্রদ্ধা জানাতে। এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিচ্ছেন ১৩০টি দেশের প্রতিনিধিরা, যার মধ্যে রয়েছেন ৫০ জন রাষ্ট্রপ্রধান এবং ১০ জন রাজা-রানী। উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, স্পেন ও বেলজিয়ামের রাজা-রানী এবং ব্রিটেনের প্রিন্স উইলিয়ামসহ আরও অনেকে।

শুক্রবার দিনভর সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা হয়েছিল পোপ ফ্রান্সিসের মৃতদেহ। হাজারো শোকাহত মানুষ ধীরে ধীরে কফিনের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়েছেন এই মহান ধর্মগুরুকে। ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস চলতি বছরের শুরুতে দুইবার নিউমোনিয়ায় আক্রান্ত হন। মৃত্যুর প্রায় এক মাস আগে তিনি হাসপাতাল ছেড়ে ভ্যাটিকানের নিজ বাসভবনে ফেরেন। ইস্টার সানডেতে উপস্থিত ছিলেন সেন্ট পিটার্স স্কয়ারেও। কিন্তু তার পরদিন সকালেই ভ্যাটিকান তাঁর মৃত্যুসংবাদ জানায়।
 

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন