শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:৩৬, ২৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:০৫, ২৬ এপ্রিল ২০২৫
শাবানা । ছবি: সংগৃহীত
তবে ২০০০ সালে সিনেমা ছেড়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জননন্দিত এই অভিনেত্রী। ব্যক্তিগত কাজে মাঝে মধ্যে দেশে এলেও সিনেমা জগতের মানুষের সঙ্গে খুব একটা যোগাযোগ রাখেন না তিনি।
কয়েক বছর আগে দেশে এসে জানিয়েছিলেন তার স্বপ্নের কথা। তার এখনও আফসোস হয় একটি পছন্দের চরিত্রে অভিনয় করতে না পারায়।
এ ব্যাপারে শাবানা বলেন, ‘সুভাষ দত্ত আমাকে খুবই পছন্দ করতেন। তিনি বলতেন— তোমার মুখের আদলটা বেগম রোকেয়ার মতো। তার কথা শুনে মনে মনে খুবই খুশি হয়েছিলাম। কারণ এমন একজন নারীর সঙ্গে আমার তুলনা করেছেন বিখ্যাত এই নির্মাতা, এটা দিগুণ আনন্দের বিষয়।’
শাবানা আরও বলেন, ‘সুভাষ দত্ত বলেছিলেন আমি বেগম রোকেয়াকে নিয়ে একটি সিনেমা বানাব, সেখানে তুমি অভিনয় করবে। আমারও ইচ্ছা হয়েছিল পর্দায় বেগম রোকেয়া হতে। ৩০ বছর আগে সেই সিনেমার শুটিং শুরুও হয়েছিল। কিন্তু শেষ হয়নি। শুটিং থমকে যায়, আর আমার বেগম রোকেয়া হওয়ার স্বপ্ন ভেসে যায়। সেই অপূর্ণ ইচ্ছা আমাকে এখনো ভাবায়— আফসোস লাগে ‘
জানা গেছে, ‘বেগম রোকেয়া’ নামে একটি সিনেমাটির মহরত হয়েছিল। হয়েছিল এক দিনের শুটিংও। কিন্তু সিনেমাটি আর এগোয়নি, দেখেনি আলোর মুখ । কারণ পরিচালক সুভাষ দত্ত প্রয়াত হয়েছেন এক যুগ আগে।
ঢাকা এক্সপ্রেস /এমএইচ