শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৪৭, ২৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৫৭, ২৬ এপ্রিল ২০২৫
গেল ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘বরবাদ’-এও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী ইধিকা পাল শাকিব খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন। ‘শাকিব খান রোমান্সের দৃশ্যে সিরিয়াস থাকেন, নাকি রোমান্সে ডুবে যান?’ এমন প্রশ্নের উত্তরে কিছুটা লজ্জা পেয়ে ইধিকা পাল বলেন, ‘রোমান্সে ডুবে যান কিনা, সেটি তো ওনাকে (শাকিব) জিজ্ঞেস করতে হবে।’
অভিনেত্রী আরো বলেন, ‘আমি ওনাকে যতদূর দেখেছি, শান্তশিষ্ট একটা মানুষ বলে আমার মনে হয়। একটু ইন্ট্রোভার্ট উনি, কাজের প্রতি ভীষণ সিরিয়াস। কাজটা নিয়ে ভাবেন আর ওইটার মধ্যেই থাকেন।’
সবশেষ ইধিকা বলেন, ‘শাকিব খান শুটিং স্পটে খুব একটা হাসিঠাট্টা করেন না। তবে হ্যাঁ, যখন দেখেন সবাই খুব বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে কিংবা সবাই খুব একটা সিরিয়াস মুডে চলে গেছে, তখন উনি একটু চেষ্টা করেন যে, হাসিঠাট্টা করে পরিবেশটা হালকা করার।’
ঢাকা এক্সপ্রেস/ এমএইচ