শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৩৪, ২৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৫৪, ২৬ এপ্রিল ২০২৫
মালবিকা মোহনান । ছবি: সংগৃহীত
মালবিকা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে ভণ্ডামির মাত্রা বেড়েই চলেছে। সিনেমা জগতে নারী-পুরুষ বৈষম্য এখনও পুরোপুরি দূর হয়নি। বরং এখন অনেক পুরুষ তারকা খুব চতুরভাবে আধুনিক ভাবমূর্তি তৈরি করছে।
এছাড়াও মালবিকা বলেন, ‘তারা জানে কীভাবে এমন কিছু কথা বলতে হয়, যাতে মনে হয় ওরা খুব নারীবাদী, খুব আধুনিক। কিন্তু ক্যামেরার বাইরে গিয়ে ওদের আসল চেহারা দেখা যায়। তারা তখন ভয়ানক নারী-বিদ্বেষী হয়ে ওঠে। এটা এক ধরনের ভণ্ডামি।
উল্লেখ্য, গত বছর মালবিকা অভিনয় করেছেন 'থাঙ্গালান' (তামিল) ও 'যুদ্ধরা' (হিন্দি) সিনেমাতে। সামনে তাকে দেখা যাবে প্রভাসের সঙ্গে তেলুগু সিনেমা 'দ্য রাজা সাব'-এ।
ঢাকা এক্সপ্রেস/ এমএইচ