ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

১৫ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

তানজিমের দুর্দান্ত ক্যাচ, লড়াইয়ে ফিরল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ১৬:১৪, ২৮ এপ্রিল ২০২৫

তানজিমের দুর্দান্ত ক্যাচ, লড়াইয়ে ফিরল বাংলাদেশ

নাঈম হাসানকে এবার সৌভাগ্যবানই বলতে হবে। তাঁর করা লেগ স্টাম্পের বাইরের বলটা মারারই ছিল। শন উইলিয়ামসও সজোরে সুইপ করেছিলেন। মনে হচ্ছিল বলটা তানজিম হাসানের মাথার ওপর দিয়ে চলে যাবে। কিন্তু ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দাঁড়ানো তানজিম অনেকটা উঁচুতে লাফিয়ে বাঁ হাতে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে ফেরালেন উইলিয়ামসকে। নাঈম টানা দুই ওভারে উইকেট পেলেও এই উইকেটের পুরো কৃতিত্ব তানজিমকেই দিতে হবে।

আরভিনের পর সেট ব্যাটসম্যান উইলিয়ামসও আউট হয়ে যাওয়ায় দুই প্রান্তেই এখন নতুন ব্যাটসম্যান। ওয়েসলি মাধেভেরে ১ রান নিয়ে ব্যাট করছেন, তাফাদজাওয়াও সিগা এখনো কোনো রান নিতে পারেননি।

৭২ রানে দ্বিতীয় উইকেটের পতনের পর দারুণ এক জুটি গড়ে জিম্বাবুয়ে। তৃতীয় উইকেট জুটিতে নিক ওয়েলচের সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেন শন উইলিয়ামস। দুজনে মিলে ৯০ রান যোগ করার পর রিটায়ার্ড হয়ে মাঠের বাইরে যান ওয়েলচ। তার আগেই অবশ্য ব্যাক্তিগত ফিফটি তুলে নেন তিনি। ১৩১ বলে করেন অপরাজিত ৫৪ রান।

ওয়েলচের মাঠের বাইরে যাওয়ায় তৃতীয় উইকেটে উইলিয়ামসের সঙ্গে যোগ দেন ক্রেগ আরভিন। অভিজ্ঞ এই ব্যাটার বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ৩১ বল খেলে ৫ রান করেছেন। আরভিনকে জাকের আলির ক্যাচ বানিয়ে লাঞ্চের পর প্রথম ব্রেকথ্রু এনে দেন নাঈম হাসান।

এরপর উইলিয়ামসও আর বেশিক্ষণ টিকতে পারেননি। নাঈমের করা লেগ স্টাম্পের বাইরের এক বলে সুইপ করতে গিয়ে লেগ স্লিপের হাতের ধরা পড়েন এই ব্যাটার। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৬৬ বলে ৬৭ রান।

৭২ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান। 

আরও পড়ুন