ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

১৫ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

চার ম্যাচ নিষিদ্ধ তাওহিদ হৃদয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫:৩৬, ২৭ এপ্রিল ২০২৫

চার ম্যাচ নিষিদ্ধ তাওহিদ হৃদয়

ছবিঃ সংগৃহীত

তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা-সমালোচনা। নিষেধাজ্ঞা কমানোকে কেন্দ্র করে বিসিবিতে এক আম্পায়ার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তা সত্ত্বেও শৃঙ্খলা ভঙ্গের ধারাবাহিকতা থামেনি তরুণ এ ব্যাটারের।

গতকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে হৃদয় ফের শাস্তির মুখে পড়েছেন। নতুন করে পেয়েছেন ১ ডিমেরিট পয়েন্ট এবং গুনতে হয়েছে ১০ হাজার টাকা জরিমানা।

এর আগের দিন একাধিক ঘটনার জেরে তার দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয়েছিল, ফলে তিনি গতকালের ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। তবে তাতে কোনো শিক্ষা হয়নি বলেই মনে হচ্ছে। ম্যাচ চলাকালে দুবার জীবন পেয়ে ৩৭ রান করে মোহামেডানের এই ব্যাটার ওয়াসি সিদ্দিকির বলে ক্যাচ আউট হন জীবনের হাতে।

প্রতিপক্ষ খেলোয়াড়রা উল্লাস শুরু করলেও হৃদয় উইকেটে দাঁড়িয়ে থাকেন, মাঠ ছাড়তে অনীহা প্রকাশ করেন। আইসিসির আচরণবিধি অনুযায়ী আউট হওয়ার পর মাঠে এভাবে দাঁড়িয়ে থাকা শাস্তিযোগ্য অপরাধ।

এ বিষয়ে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, হৃদয় লেভেল ১-এর অপরাধ করেছেন, যার ফলে তিনি আরও ১ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। আগের ৭ ডিমেরিট পয়েন্টের সঙ্গে এটি যোগ হয়ে মোট সংখ্যা দাঁড়াল ৮-এ। ফলে নিয়ম অনুযায়ী তাঁকে চার ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে। তবে আইসিসির নিয়ম কঠোরভাবে মানলে নিষেধাজ্ঞার মেয়াদ হতে পারে পাঁচ ম্যাচ।

এখন প্রশ্ন উঠছে, বিসিবির টেকনিক্যাল কমিটি যেভাবে পূর্বের নিষেধাজ্ঞা আংশিক স্থগিত করেছিল, নতুন এই শাস্তির ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হবে? বিসিবির এক পরিচালক এ প্রসঙ্গে হতাশা প্রকাশ করে মন্তব্য করেছেন, নিজের হুঁশ না থাকলে কেউ তাকে বাঁচাতে পারবে না।

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন