শিরোনাম
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৪:৪৪, ২৮ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত
সকালে হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড়ে স্থানীয়রা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এর ফলে দূরপাল্লার বাস, ট্রাকসহ ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তবে অল্পসংখ্যক ছোট যানবাহন চলাচল করছে এখনো।
‘বুড়িমারী-ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন’ কমিটির ব্যানারে শত শত আন্দোলনকারী রেললাইন ও সড়কপথ অবরোধে অংশ নিয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বারবার দাবির কথা জানানো হলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা বলছেন, সরাসরি ট্রেন চলাচল না থাকায় যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবে রূপ দেয়নি রেল কর্তৃপক্ষ।
আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ চলবে।
এসময় আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাহেদুজ্জামান কোয়েল বলেন, ‘রেল কর্তৃপক্ষ একাধিকবার মিথ্যা আশ্বাস দিলেও এখন পর্যন্ত ট্রেন চালু করেনি। বাধ্য হয়ে আমরা গতকাল সকাল থেকে আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।’
অবরোধের ফলে হাতীবান্ধা, পাটগ্রাম ও আশপাশের এলাকাগুলোতে যানবাহন চলাচল এবং ট্রেন যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। একই সঙ্গে দেশের অন্যতম বড় স্থলবন্দর বুড়িমারীর কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঢাকা এক্সপ্রেস/ বিডি