শিরোনাম
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩:২৭, ২৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:২৩, ২৮ এপ্রিল ২০২৫
পুলিশের গাড়ি থামিয়ে গ্রেফতার হওয়া ২ ডাকাত। ছবি: ঢাকা এক্সপ্রেস
রোববার (২৭ এপ্রিল) গভীর রাতে ঘোড়াঘাট থানার একটি টহল গাড়ি হিলি স্থলবন্দর সড়কে দায়িত্ব পালন করছিলো। এ সময় একদল ডাকাত টহল গাড়িটিকে যাত্রীবাহী মাইক্রোবাস মনে করে থামানোর চেষ্টা করে।
পুলিশ সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে ডাকাত দলের সদস্যদের ধরার জন্য অভিযান চালায়। অভিযানে দুই ডাকাতকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার বালাসি উপজেলার বিয়াল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ইমদাদুল হক (৪৯) ও একই উপজেলার চাকরমা উরুমেল পেনিমেল পাড়া গ্রামের মৃত সৌরুদ্দিন বাদশা মিয়ার ছেলে আইজার রহমান (৪০)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, “ডাকাত দল ভুল করে আমাদের গাড়ি থামাতে গিয়ে নিজেরাই ফেঁসে যায়। দ্রুত পদক্ষেপ নেয়ায় আমরা দুই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”
ঢাকা এক্সপ্রেস/এনএ