ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

১৫ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

কুমিল্লায় বজ্রপাতে চারজনের মৃত্যু, আহত একজন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৫:১৪, ২৮ এপ্রিল ২০২৫

কুমিল্লায় বজ্রপাতে চারজনের মৃত্যু, আহত একজন

কুমিল্লার মুরাদনগর ও বরুড়া উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। সোমবার দুপুরে মুরাদনগরের কুরবানপুরে দুজন কৃষক এবং বরুড়ার হরিপুর এলাকায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বরুড়া উপজেলার বাঙ্গুরা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, কুরবানপুর গ্রামের কবরস্থানের পাশের একটি ধানের জমিতে কাজ করছিলেন কৃষক নিখিল দেবনাথ ও জুয়েল। বজ্রপাতে দুজন ঘটনাস্থলেই মারা গেছেন।

বরুড়ার পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম বিপ্লব বলেন, কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠে কয়েকজন কিশোর মিলে ঘুড়ি উড়াচ্ছিল। এ সময় বজ্রপাতে ফরহাদ হোসেন ও সায়মন হোসেন নিহত হন। তারা শিক্ষার্থী বলে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় আরেক কিশোরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন