ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

১৫ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
২৯ এপ্রিল থেকে সারাদেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
Scroll
হজ ফ্লাইট উদ্বোধন, প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি যাবেন
Scroll
চট্টগ্রাম টেস্ট, প্রথম দিন: বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে সংগ্রহ ৯০ ওভারে ২২৭/৯
Scroll
ইয়েমেনের বন্দিশালায় মার্কিন বিমান হামলা, ৬৮ মৃতদেহ উদ্ধার
Scroll
ডনসহ ১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ ভারতে, বিবিসিকে সতর্কবার্তা
Scroll
সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ১০ জনের
Scroll
নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Scroll
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন
Scroll
ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
Scroll
রাখাইনের জন্য করিডোর দিতে সম্মত বাংলাদেশ
Scroll
নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ: নতুনদের ঘর করে দিতে জাতিসংঘের চিঠি

বাংলাদেশে কবে চালু হচ্ছে স্টারলিংক 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৫৬, ২৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ২১:০২, ২৮ এপ্রিল ২০২৫

বাংলাদেশে কবে চালু হচ্ছে স্টারলিংক 

ছবি: সংগৃহীত

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 

বাংলাদেশের ইন্টারনেট সেবায় নতুন সংযোজন হতে যাচ্ছে স্টারলিংক। শ্রীলঙ্কার পর দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে যাত্রা শুরু করতে চলেছে বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানটি। 

ঠিক কবে নাগাদ বাংলাদেশে স্টারলিংক সেবা চালু হবে,  এ বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘আজ প্রধান উপদেষ্টার কাছ থেকে স্টারলিংক অনুমোদন পেয়েছে। মে মাসের মাঝামাঝিতে সেবা চালুর সম্ভাবনা রয়েছে। স্টারলিংক স্থানীয় গেটওয়ে স্থাপন ছাড়াই বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরুর অনুমতি চাইছে। সরকারও ৯০ দিনের জন্য সেই অনুমোদন দিতে যাচ্ছে। পাশাপাশি তারা ট্যারিফ প্ল্যানের (মূল্য তালিকা) বিষয়ে বিটিআরসিতে আবেদন করবে।’

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, দেশের দুর্গম এলাকা, উপকূলীয় অঞ্চল, হাওর-বাঁওড় ও পার্বত্য অঞ্চলে মানসম্পন্ন ইন্টারনেট পৌঁছাতে স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে যেসব এলাকায় এখনো ফাইবার অপটিক নেটওয়ার্ক পৌঁছেনি, সেখানে দ্রুত সময়ে ইন্টারনেট সুবিধা পৌঁছানো যাবে। এ লক্ষ্যে স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে সরাসরি ফোন করে বাংলাদেশে  ৯০ দিনের মধ্যে স্টারলিংক সেবা চালু করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ প্রক্রিয়ায় বিডা, বিটিআরসি, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় সমন্বিতভাবে কাজ করেছে।  

তিনি আরও বলেন, ‘স্টারলিংক সেবার একটি বড় বৈশিষ্ট্য হলো, লোডশেডিং চলাকালেও নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে। প্রচলিত আইএসপিতে যেমন বিদ্যুৎ বিভ্রাটের সঙ্গে সঙ্গে ইন্টারনেট সংযোগে সমস্যা হয়, স্টারলিংকে সে ধরনের সমস্যা হবে না। দীর্ঘ সময় লোডশেডিং হলেও মোবাইল টাওয়ারের ব্যাটারি ব্যাকআপ ফুরিয়ে মোবাইল ইন্টারনেট বন্ধ হওয়ার ঝুঁকিও থাকছে না।’

এর আগে গত ২৫ মার্চ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য লাইসেন্সিং গাইডলাইন জারি করে। এই গাইডলাইনের আওতায় স্টারলিংক বিটিআরসিতে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দিয়ে লাইসেন্সের জন্য আবেদন করে। এরপর ২১ এপ্রিল অনুষ্ঠিত বিটিআরসির কমিশন সভায় স্টারলিংকের অনুকূলে লাইসেন্স ইস্যুর নীতিগত সিদ্ধান্ত হয়।

 

ঢাকা এক্সপ্রেস/এসএআর
 

আরও পড়ুন