শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২০:৫১, ৩ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে আলাউদ্দিন মেম্বার তার চাচাতো ভাই আবুল বাশারের জানাজা শেষে বাড়ির সামনে আসেন। এ সময় মুখোশধারী একদল সন্ত্রাসী তাকে একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়।
পরে তার ভাগিনা তারেক ও আত্মীয় ডা. আনোয়ার তাদের ধাওয়া করে উপজেলার চাঁন্দাইশ গ্রামের আবুল খায়ের মাস্টারের বাড়ির সামনে গিয়ে আলাউদ্দিনকে হাত-পা বাঁধা, রক্তাক্ত ও গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে তাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তারা অভিযোগ করেন, স্থানীয় যুবলীগ নেতা ছালেহ আহমদ মেম্বার, শেখ ফরিদ ও শহীদের নেতৃত্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
এদিকে, এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে