শিরোনাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯:২৩, ৩ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত
যদিও দুজনেই যাত্রার সময়সূচি নিয়ে ছিলেন চুপ, আজ নিউইয়র্ক থেকে বুবলী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ১১টি ছবি পোস্ট করার পর সব জল্পনার অবসান ঘটে। মুহূর্তেই ছবিগুলো হয়ে ওঠে ভাইরাল—সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা, প্রশংসা আর কৌতূহল।
ছবিতে কী দেখা গেল?
ছবিগুলোর বেশিরভাগেই দেখা গেছে শাকিব-বুবলী ও তাদের সন্তান বীরকে। সবুজ ঘাসে হাঁটা, পার্কে সময় কাটানো, শিশু সন্তানের সঙ্গে খুনসুটি—এসব মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েছে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে শাকিব ও বুবলীর রোমান্টিক ভঙ্গি।
এক ছবিতে দেখা গেছে, বুবলীর হাত ধরে হাঁটছেন শাকিব খান। আরেক ছবিতে তাকে জড়িয়ে ধরে কিছু একটা দেখিয়ে দিচ্ছেন। আরো একটি ছবিতে স্পষ্টতই রোমান্টিক আবেশ ছড়ানো মুহূর্তে ধরা দিয়েছেন তারা।
এইসব ছবি দেখে অনেকেই বলছেন, সন্তানকে ঘিরেই হয়তো আবার কাছাকাছি আসছেন ঢালিউডের এই জনপ্রিয় জুটি।
নেটিজেনদের প্রতিক্রিয়া
ছবিগুলো প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশংসা ভেসে এসেছে। অনেকে এই দৃশ্যকে ‘সুন্দর পারিবারিক মুহূর্’ বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ বলেছেন, ‘শাকিব-বুবলীকে একসঙ্গে ভালো লাগছে।’
তবে কেউ কেউ কৌতুক করে প্রশ্ন করেছেন, ‘তাহলে এবার কী করবেন অপু বিশ্বাস?’—ইঙ্গিত শাকিবের বড় ছেলে আব্রাহাম খান জয় ও তার মায়ের দিকেই।
পেছনের গল্প
প্রসঙ্গত, দুই বছর আগে শাকিব খান বড় ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।’ সেই সময় নিউইয়র্ক, নায়াগ্রা ফলসসহ বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলেন তারা।
সেই সফরের স্মৃতি ঘিরে তখনো আলোচনায় ছিলেন শাকিব। এবার সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই বোধহয় তিনি বীরকেও নিয়ে এসেছেন একই অভিজ্ঞতা দিতে।
জানা গেছে, চলতি মাসের মধ্যেই দেশে ফিরবেন শাকিব খান। তবে এই সফরে শুধু পারিবারিক সময় কাটানো নয়, কিছু পেশাদার কাজ নিয়েও যুক্তরাষ্ট্রে আছেন বলে গুঞ্জন আছে।
ছবির ভাষা কখনো কখনো স্পষ্ট করে দেয় এমন অনেক কিছু, যা শব্দে বলা হয় না। শাকিব-বুবলীর এই সফরের ছবিগুলো তাই শুধু ভাইরাল নয়, ভক্তদের মনে একধরনের আবেগ ও আশাবাদও জাগাচ্ছে—আবারও যদি তারা একসঙ্গে থাকেন? সময়ই বলবে পরবর্তী অধ্যায়ের গল্প।
ঢাকা এক্সপ্রেস/ইউকে