শিরোনাম
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৮:১৬, ৩ আগস্ট ২০২৫ | আপডেট: ১৮:১৭, ৩ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
রবিবার (৩ আগস্ট) সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন শ্রমিক নেতাদের উদ্দেশ্যে বলেন, এমনিতেই দেশের পুলিশ এবং প্রশাসনের সব সেক্টর ভেঙে পড়েছে। শ্রমিকরা যদি বিশৃঙ্খলা করে তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে।
তিনি আরো বলেন, দেশ শুধু গার্মেন্টস এবং জনশক্তি খাতেই রপ্তানি করছে। এই দুটি খাতকে টিকিয়ে রাখার পাশাপাশি রপ্তানিমুখী আরো খাত তৈরি করতে হবে। শিপ বিল্ডিং একটি ভাল খাত হতে পারে। সেটা নিয়ে সরকার কাজ করছে।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্তিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রানালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, পুলিশ সুপার আমজাদ হোসাইন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, পাবনার উপ-পরিচালক শেখ আসাদুজ্জামান, বিভাগীয় শ্রম দপ্তর উপ-পরিচালক শফিকুল ইসলাম, নাটোরের সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াত এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা ও জেলার কর্মকর্তাবৃন্দ।
পরে বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশনের ২২ জন শ্রমিকের মাঝে ১২ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করেন উপদেষ্টা।
ঢাকা এক্সপ্রেস/ইউকে