শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৭:৩৯, ৩ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আখতার বলেন, যান চলাচল বন্ধ হওয়ার খবর পাওয়ার পর বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি), ফায়ার সার্ভিসের দিঘিনালা ইউনিট ও সড়ক বিভাগের কর্মীরা মাটি সরানোর কাজ শুরু করে প্রায় ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
বাঘাইছড়ি শান্তি পরিবহনের লাইন কন্ট্রোলার গিয়াস উদ্দিন নাছির বলেন, কিছুদিন পরপর এই সড়কে পাহাড়ধসের ঘটনা ঘটে, সড়ক বিভাগ যদি এই সড়কের যে কোনও স্থানে নিয়মিত একটি পেলোডার রাখে, তাহলে পাহাড়ধসের পরপর দ্রুত সময়ের মধ্যে রাস্তা পরিষ্কার করা সম্ভব হবে।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান বলেন, মারিশ্যা-দিঘিনালা সড়কের একাধিক জায়গায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হওয়ার খবর পাওয়ার সড়ক বিভাগ মাটি সরানোর ইকুইপমেন্ট নিয়ে অংশ নেয়। সড়কে পানি থাকায় ইকুইপমেন্ট পৌঁছাতে একটু সময় লাগে। তারপরও দ্রুত সময়ে মধ্যে বিজিবি ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় মাটি সরিয়ে নেওয়া হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে