শিরোনাম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০:১৪, ৩ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
রবিবার (৩ আগস্ট ২০২৫) জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক ফৌজিয়া খান (যুগ্মসচিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইমরানু।
আলোচনায় অংশগ্রহণকারী বক্তারা জুলাই মাসে ঘটে যাওয়া গণজাগরণের তাৎপর্য ও তরুণ প্রজন্মের দায়িত্ববোধ নিয়ে গুরুত্বারোপ করেন। এ ছাড়াও আয়োজনে আইডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজকর্মী ও গণমাধ্যমকর্মীগণ অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক ফৌজিয়া খান আইডিয়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে