শিরোনাম
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৮:০১, ৩ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
রবিবার (০৩ আগস্ট) দুপুরে বালিয়াকান্দি সাব-রেজিস্ট্রি অফিসে চলমান অনিয়ম, ঘুষ, দুর্নীতি এবং দলিল লেখক সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
মানববন্ধনে এনামুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন গওছেল আযম গহের, মিরাজুল ইসলাম, আব্দুর রশিদ, ফিরোজ, জমির সহ অন্যানরা। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, বালিয়াকান্দি সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন যাবৎ নানাবিধ অনিয়ম, ঘুষ-দুর্নীতি ও দলিল লেখকদের সিন্ডিকেটের মাধ্যমে দলিল নিবন্ধন প্রক্রিয়ায় অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। সরকারী ফির থেকে অতিরিক্ত টাকা না দিলে দলিল সম্পাদন হয় না। সাধারণ জনগণ নির্ধারিত সরকারি ফি জমা দেওয়ার পরও নানা অজুহাতে অতিরিক্ত অর্থ দিতে বাধ্য হচ্ছেন। কেউ এই অনৈতিক দাবির বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদের কাজ অকারণে বিলম্বিত বা ঝুলিয়ে রাখা হয়, এমনকি দলিল হয় না। এর ফলে সাধারণ মানুষ হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। এমন একটি গুরুত্বপূর্ণ সেবাখাতে এ ধরনের অনিয়ম জনসেবার মৌলিক অধিকারকে ভূলুণ্ঠিত করছে।
মানববন্ধনে ৫টি দাবি করে বক্তারা । দাবিগুলো হল- বালিয়াকান্দি সাব-রেজিস্ট্রি অফিসের যাবতীয় কার্যক্রমের প্রতি প্রশাসনিক তদারকি বৃদ্ধি করা। সিন্ডিকেটভুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা। সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায় বন্ধে নজরদারি নিশ্চিত করা। দলিল নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। অনিয়মে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।
আমরা চাই প্রশাসন দ্রুত এই সিন্ডিকেট ভেঙে সকল অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে। নববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে