শিরোনাম
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২০:৩৮, ৩ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, পিরোজপুর জেলা শাখার আয়োজনে প্রায় ২ ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্বাস্থ্য সহকারীরা অংশ নেন।
বৃষ্টি উপেক্ষা করে প্লাস্টিকের চাদর ও ছাতা মাথায় নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
আন্দোলনরত স্বাস্থ্য সহকারীরা বলেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য দাবি আদায়ের জন্য সরকারের বিভিন্ন মহলে আবেদন করে আসছেন, কিন্তু আজও সেই দাবি বাস্তবায়িত হয়নি। তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
জেলা শাখার নেতারা জানান, তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—স্থায়ী পদায়ন, বেতন কাঠামোতে বৈষম্য দূরীকরণ, ঝুঁকিভাতা প্রদান, পদোন্নতি প্রক্রিয়া চালু করা, পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহ এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করা।
তারা আরো বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরো বড় ধরনের কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে