ঢাকা, সোমবার, ০৪ আগস্ট ২০২৫

২০ শ্রাবণ ১৪৩২, ০৯ সফর ১৪৪৭

‘চাইলেও হাত বাড়ানো যাচ্ছে না, পপকর্ন প্রস্তুত রাখুন’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:৫৪, ৩ আগস্ট ২০২৫ | আপডেট: ১২:৫৫, ৩ আগস্ট ২০২৫

‘চাইলেও হাত বাড়ানো যাচ্ছে না, পপকর্ন প্রস্তুত রাখুন’

ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের চলচ্চিত্রে পথচলা দীর্ঘ ৩৩ বছর। বহু জনপ্রিয় ও প্রশংসিত সিনেমার সঙ্গে জড়িয়ে আছে তার নাম। তবু এত দিন অধরা ছিল জাতীয় স্বীকৃতি।

অবশেষে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখের নাম এসেছে; প্রাপ্তিতে আপ্লুত শাহরুখ বলেছেন তিনি ‘কৃতজ্ঞ, গর্বিত ও অভিভূত’।

শাহরুখ তার সর্বশেষ সিনেমা ‘জওয়ান’ এ অভিনয়ের জন্য যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন। বক্স অফিসকে দুহাতে ভরিয়ে দেওয়া অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ মুক্তি পায় ২০২৩ সালে।

পুরস্কারপ্রাপ্তির পর একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন শাহরুখ। সেখানে তিনি বলেন, জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়া আমা জীবনের এমন একটি মুহূর্ত, যা আমি আজীবন লালন করব।

তিনি বলেন, জুরি বোর্ড, চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যারা আমাকে এই সম্মানের যোগ্য মনে করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

এর মধ্যে ‘কিং’ সিনেমা করতে গিয়ে পুরোনো চোটের জন্য শাহরুখের ডান কাঁধে সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসার জন্য লন্ডনেও গিয়েছিলেন তিনি। বর্তমানে বিশ্রামে রয়েছেন। তাই ভিডিওতেও তাকে ডান হাতে ‘অর্থোপেডিক সাপোর্ট’ নিয়ে কথা বলতে দেখা গেছে।

ভিডিও বার্তায় অসুস্থ শরীর নিয়েও স্বভাবসুলভ রসিকতা করেছেন শাহরুখ।

ভক্তদের উদ্দেশে তিনি বলেন, আমি হাত বাড়িয়ে সবার সঙ্গে এই ভালোবাসা ভাগ করে নিতে চাই, কিন্তু এখন কিছুটা অসুস্থ, চাইলেও হাত বাড়ানো যাচ্ছে না। তবে চিন্তা করার কিছু নেই। আপনারা পপকর্ন প্রস্তুত রাখুন। আমি খুব শিগগিরই প্রেক্ষাগৃহে আসছি। পথেঘাটেও দেখা হয়ে যেতে পারে। তাই ততক্ষণ পর্যন্ত, এক হাতেই উদযাপন হোক।

শাহরুখ তার এই পুরস্কারটি উৎসর্গ করেছেন ভক্তদের উদ্দেশে। তিনি বলেন, তোমাদের ভালোবাসা, উল্লাস, আনন্দ অশ্রু, এই পুরস্কার তোমাদের জন্য।

সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘জওয়ান’ সিনেমায় আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ রাজু স্যার, সাইদ, অ্যাটলি স্যার এবং পুরো টিমকে। আমার ব্যক্তিগত দলের প্রতিও কৃতজ্ঞ, যারা ধৈর্য ধরে আমাকে সব সময় সহ্য করেন।

স্ত্রী-সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাহরুখ বলেন, স্ত্রী ও ছেলেমেয়েরা, যারা এত বছর ধরে আমায় এত ভালোবাসা দিয়েছে, এত যত্নে রেখেছে যে আমার মনে হয়, বাড়ির মধ্যে আমিই বাচ্চা। তারা সব সময় আমার জন্য সেটাই চেয়েছে, যেটা আমার জন্য সবচেয়ে ভালো।

তিনি বলেন, সিনেমা নিয়ে আমার পাগলামিটা তারা জানে, সেটিই তাদের থেকে আমাকে দূরে সরিয়ে দেয়। তবু তারা হাসিমুখে সবটা মেনে নেয় এবং আমাকে আমার মতো থাকতে দেয়। তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।

শাহরুখের কথায়, এই জাতীয় পুরস্কার কেবল একটা প্রাপ্তি নয়, এটি আমাকে মনে করিয়ে দেয় যে আমি যা করি, সেটা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এই সম্মান আমাকে বলে, এগিয়ে যাও, কঠোর পরিশ্রম করো, নতুন কিছু করো এবং সিনেমায় নিজের অবদান রাখো। সমস্যায় নিমজ্জিত এই পৃথিবীতে এই পুরস্কার আমার কাছে এক আশীর্বাদ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই পুরস্কার আমার শেষ নয়, বরং শুরু। আমি আরো শিখব, আরো দেব।

ভিডিওর শেষে তিনি আবারো অনুরাগীদের উদ্দেশে বলেন, আমার কাজ দেখার জন্য তোমাদের যে ইচ্ছাটা, সেটাই আমার শক্তি। তোমাদের সবাইকে ভালোবাসা।

৫৯ বছর বয়সী এই মহাতারকাকে তিন দশক আগে ‘দিওয়ানা’ সিনেমায় প্রথম দেখা যায় বড় পর্দায়। যদিও তার ক্যারিয়ার শুরু টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’ এবং ‘সার্কাস’ দিয়ে, তখন নাম ছিল আব্দুর রহমান।

১৯৯২ সালের ২৫ জুন রাজ কুমার পরিচালিত ‘দিওয়ানা’ মুক্তি পায়। ওই সিনেমায় ধনী গায়ক ‘ববির’ চরিত্রে অভিনয় করেন শাহরুখ, তার নায়িকা ছিলেন প্রয়াত অভিনেত্রী দিব্যা ভারতী।

এরপরের তিন দশকে অন্য অনেক অভিনেতার মতোই নানা ধরনের চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গেছেন শাহরুখ। বলিউডের পরিবর্তন, ভালো-মন্দে খাপ খাইয়েছেন নিজেকে। কখনো তার সাফল্যে বক্স অফিস ঝলমল করেছে, আবার একের পর এক ফ্লপ ছবি হতাশ করেছে ভক্ত-অনুরাগীদের।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং ক্রিকেট বাণিজ্যের খাতাতেও নাম লিখিয়েছেন কিং খান। দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তা ধরে রাখা বলিউড অভিনেতাদের একজন তিনি। সিনেমার সংখ্যা এবং আয়ের দিক থেকেও তিনি ভারতের শীর্ষ তারকাদের একজন।

২০২৩ সালে মুক্তি পায় শাহরুখের তিন সিনেমা পাঠান, জওয়ান ও ডানকি। বর্তমানে তিনি কিং সিনেমার শুটিং করছেন, যা মুক্তি পাবে আগামী বছর।

বলা হয় শাহরুখের সিনেমায় থাকে দারুণ প্রেম ও ভরপুর আবেগ। এ কারণেই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে তার সিনেমাগুলো।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন