শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:২৪, ৪ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত
এবারের আয়োজনটি বিশেষভাবে নজর কাড়ে বলিউড কিং শাহরুখ খানের জাতীয় পুরস্কার অর্জনের কারণে। দেশটির রাজধানী নয়াদিল্লিতে এদিন সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উচ্ছ্বসিত শাহরুখ খান বলেন, জাতীয় পুরস্কার জয় শুধু তার জন্য নয়, জয় সেসব মানুষের, যারা দিনের পর দিন পরিশ্রম করে চলেছেন বিনা বাক্যব্যয়ে। আর বাদশাহর এ সাফল্যে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন স্ত্রী গৌরী খান।
তবে শুধু স্বামী নয়, পরিচালক করণ জোহর ও অভিনেত্রী রানি মুখার্জিকেও শুভেচ্ছা জানান গৌরী। কারণ পরিচালক করণ জোহর তার পরিচালিত সিনেমা ‘রকি আউর রানি কি প্রেম কাহিনী’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। অন্যদিকে রানি মুখার্জি পেয়েছেন ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য।
সামাজিক মাধ্যমে শাহরুখ রানি ও করণের সঙ্গে দুটি ছবি পোস্ট করে গৌরী খান লিখেছেন— আমার সব থেকে প্রিয় তিনজন আজ বিজয়ী হয়েছে। তোমরা আমাদের মন জিতে নিয়েছো। যখন প্রতিভা ভালো কিছুর সঙ্গে মিলিত হয়, তখনই ম্যাজিক তৈরি হয়। ভীষণ খুশি ও গর্বিত তোমাদের জন্য।
তবে শুধু গৌরী নয়, সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেই শাহরুখকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মেয়ে সুহানা খানও। বাবার সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন— বেড টাইমের গল্প থেকে শুরু করে আজ জীবনের গল্প, কেউ তোমার মতো গল্প বলতে পারবে না। অনেক অনেক শুভেচ্ছা, তোমাকে ভীষণ ভালোবাসি।
এদিকে শাহরুখ খানের এ সাফলে উচ্ছ্বসিত বন্ধু অভিনেত্রী জুহি চাওলাও। তিনি একটি ছবি পোস্ট করেন, যেখানে শাহরুখের সঙ্গে নাচ করতে দেখা যায় অভিনেত্রীকে। সেই ছবিটি পোস্ট করে জুহি চাওলা লিখেছেন— অনেক অনেক শুভেচ্ছা জাতীয় পুরস্কার জেতার জন্য। তোমাকে অনেক অনেক ভালোবাসা। ভীষণ খুশি। তুমি সবসময় তোমার সবটা দিয়েছো কাজের জন্য, এটা তুমি ডিজার্ভ করতে।
উল্লেখ্য, ‘জওয়ান’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার জিতেছেন শাহরুখ খান। 'জওয়ান' সিনেমাটিতে তিনি রোম্যান্স, অ্যাকশন ও ড্রামার অপূর্ব সমন্বয় ঘটিয়ে এক নতুন মাত্রায় নিজেকে তুলে ধরেছেন। শুধু বক্স অফিসেই নয়, সমালোচকদের কাছেও প্রশংসিত হয়েছে তার পারফরম্যান্স। যদিও অনেকেই মনে করছেন— এ পুরস্কার ‘স্বদেশ’ সিনেমার জন্য পাওয়া উচিত ছিল। তবে দেরিতে হলেও শাহরুখ নিজের পরিশ্রমের ফল পেলেন তিনি।
ঢাকা এক্সপ্রেস/আরইউ