ঢাকা, সোমবার, ০৪ আগস্ট ২০২৫

২০ শ্রাবণ ১৪৩২, ০৯ সফর ১৪৪৭

টিআইবির রিপোর্ট

১১ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২১, আহত পাঁচ সহস্রাধিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:১৩, ৪ আগস্ট ২০২৫

১১ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২১, আহত পাঁচ সহস্রাধিক

ছবি: সংগৃহীত

২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ১১ মাসে দেশে সংঘটিত ৪৭১টি রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন ১২১ জন, আহত হয়েছেন ৫ হাজার ১৮৯ জন। সোমবার (৪ আগস্ট) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

ঢাকায় টিআইবির নিজস্ব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ‘স্বৈরাচারী সরকারের পতনের এক বছর: প্রত্যাশা ও অর্জন’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থাটির গবেষক শাহজাদা আকরাম ও জুলকারনাইন।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব রাজনৈতিক সহিংসতার মধ্যে ৯২ শতাংশ ঘটনায় বিএনপির সংশ্লিষ্টতা ছিল। আওয়ামী লীগের জড়িত থাকার হার ২২ শতাংশ, জামায়াতে ইসলামী ৫ শতাংশ এবং জাতীয় নাগরিক পার্টির সংশ্লিষ্টতা ছিল ১ শতাংশ ঘটনায়।

গবেষণায় রাজনৈতিক দলগুলোর কর্মীদের বিরুদ্ধে পরিবহন টার্মিনাল দখল, চাঁদাবাজি, ও ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তোলা হয়েছে।

গবেষক জুলকারনাইন বলেন, ‘অনেক রাজনৈতিক দল আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল নয়। তাদের অভ্যন্তরীণ শৃঙ্খলার অভাব আছে, যার ফলে দলের ভেতরের অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারে না।’

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও এই ধরনের অসদাচরণের প্রতি সহনশীলতা রয়েছে, যা উদ্বেগজনক।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের বিভিন্ন উদ্যোগ নিলেও তার অনেকগুলোই ছিল সাময়িক এবং বাস্তবায়নের জন্য কোনো সুপরিকল্পিত রূপরেখা ছিল না।

তিনি মন্তব্য করেন, ‘কিছু সিদ্ধান্তে রাজনৈতিক চাপও বড় ভূমিকা রেখেছে। আমরা দেখেছি, সদ্য গঠিত কিছু রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার এবং দলের কিছু সদস্য নিজেদের স্বার্থে জোটবদ্ধ হয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন।’

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘স্বৈরাচারী শাসনের পতন হয়েছে বটে, কিন্তু স্বৈরাচারী কাঠামোকে পুরোপুরি ভেঙে দিতে যেসব কার্যকর পদক্ষেপ প্রয়োজন, তা এখনও যথাযথভাবে গ্রহণ করা হয়নি।’

ঢাকা এক্সপ্রেস/এসএআর

আরও পড়ুন