ঢাকা, সোমবার, ০৪ আগস্ট ২০২৫

২০ শ্রাবণ ১৪৩২, ০৯ সফর ১৪৪৭

কাপ্তাই বাঁধের গেট খোলা হবে মঙ্গলবার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৭:৫১, ৪ আগস্ট ২০২৫

কাপ্তাই বাঁধের গেট খোলা হবে মঙ্গলবার

কাপ্তাই বাঁধ । ছবি: সংগৃহীত

সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙামাটির কাপ্তাই বাঁধের গেট সোমবার (৪ আগস্ট) দুপুরে না খুলে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল দশটায় খোলা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদুল হাসান।

তিনি জানান, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর ১০৭.৪৯ এমএসএল(মিনস সি লেভেল)। আজ(সোমবার) দুপুরে বাঁধের ১৬টি গেট ছয় ইঞ্চি করে খুলে দেয়ার কথা ছিল। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেটা আজকে (সোমবার) না করে আগামীকাল (মঙ্গলবার) সকাল দশটায় খোলা হবে। 

এর আগে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেকে পানি বিপৎসীমায় পৌঁছেছে। সোমবার বিকেল তিনটায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে তুলে দেয়া হবে। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হবে। 

একই সঙ্গে জানানো হয়, কেন্দ্রের পাঁচটি ইউনিট হতে সর্বমোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে প্রতি সেকেন্ড আরও ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশি হলে অর্থাৎ পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের (জলকপাট) গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।

ঢাকা এক্সপ্রেস/ এসএ

আরও পড়ুন