ঢাকা, সোমবার, ০৪ আগস্ট ২০২৫

২০ শ্রাবণ ১৪৩২, ০৯ সফর ১৪৪৭

গোয়ালন্দে সরকারি স্থাপনা বিক্রয়ের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশ: ১৮:০৪, ৪ আগস্ট ২০২৫

গোয়ালন্দে সরকারি স্থাপনা বিক্রয়ের অভিযোগ

ঘরটি গোপনে বিক্রির উদ্দেশ্যে ভেঙে ফেলা হয় । ছবি: ঢাকা এক্সপ্রেস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স এর দুটি টিনসেড ঘর ও দুটি একতলা পাকা বিল্ডিং মিলে চারটি সরকারী স্থাপনা নিলামে বিক্রি করা হলেও পাঁচটি স্থাপনা ভাঙ্গা হয়েছে। 

গত এক সপ্তাহ আগে গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স ভবনের পাশে সরকারী কাজের প্রয়োজনে বিভিন্ন মেয়াদে স্থাপিত হওয়া দুটি টিনসেড ঘর ও দুটি একতলা বিল্ডিং পরিত্যক্ত দেখিয়ে বিধি মোতাবেক নিলামে বিক্রি করা হয়েছে। ওই ঘরগুলোর পাশাপাশি উপজেলা কৃষি অফিসের নতুন ভবনের সামনে থাকা উপজেলা বন বিভাগের কার্যালয় এবং কর্মচারী বিনোদন ক্লাবের মাঝ বরাবর মুন স্টার স্কুলের পাশে থাকা একটি টিনসেড ঘর ভেঙ্গে নেওয়া হয়েছে।

দুই কক্ষ বিশিষ্ট ওই ঘরটির দৈর্ঘ্য ২৫ ফুট ও প্রস্তু ১২ ফুট। অভিযোগ উঠেছে, ১০ ইঞ্চি ইটের গাঁথুনি ওয়াল বিশিষ্ট টিনসেড ঘরটি গোপনে বিক্রির উদ্দেশ্যে ভেঙে ফেলা হয়। যার কোন নিলাম করা হয় নাই। 

নিলামকৃত দুটি ঘরে এক সময় উপজেলা সমাজ কল্যান অধিদপ্তর মহিলাদের সেলাই প্রশিক্ষণ দেয়া হতো। বিল্ডিং দুটির একটিতে সোনালী ব্যাংক উপজেলা কমপ্লেক্স শাখা ছিলো। অপর বিল্ডিংয়ে উপজেলা কমপ্লেক্স এলাকায় পানি সাপ্লাই পাম্প মেশিন বসানো আছে। ওই বিল্ডিং নিলামে বিক্রি হয়েছে। তবে পানি সাপ্লাই মেশিনটি পরিত্যক্ত দেখানো হলেও গোপনে বিক্রির উদ্দেশ্যে নিলামে দেখানো হয়নি।  

সরেজমিনে সোমবার (৪ আগস্ট) নিলাম ছাড়া টিনসেড ঘরটি ভেঙ্গে নেয়ার সময় শ্রমিকরা জানান, উপজেলা নির্বাহী কার্যালয়ের নৈশপ্রহরী মিন্টু তাদের ঘর ভাঙ্গার কাজে লাগিয়েছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান, পুরাতন কিছু ঘর নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে পাওয়া ঠিকাদারের লোকজন ভুলে ওই ঘরটি ভেঙ্গে ভেলেছে। এখন ওগুলো নিলামে বিক্রি করা হবে।

 

ঢাকা এক্সপ্রেস/ এসএ

আরও পড়ুন