শিরোনাম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮:১৭, ৪ আগস্ট ২০২৫
গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসার উদ্দেশ্যে দেশ ত্যাগ করলে বিষয়টি রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এ ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে তাঁর নিজ জেলা কিশোরগঞ্জের পুলিশ প্রশাসনসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ।
ঘটনার পরপরই কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাসান চৌধুরীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। একইসঙ্গে বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের দায়িত্বে থাকা একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয় এবং এক উপ-পরিদর্শক (এসআই) ও দুজন সহকারী উপ-পরিদর্শকে সাময়িক বরখাস্ত করা হয়।
তবে ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে এসপি হাসান চৌধুরীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ আদেশ অনুযায়ী, তিনি আবারও কিশোরগঞ্জে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, “এসপি হাসান চৌধুরী একজন দক্ষ, দায়িত্বশীল ও জনপ্রশাসনের একজন নিবেদিত কর্মকর্তা। তাঁকে পুনর্বহাল করায় ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।”
এসপি হাসান চৌধুরী ২৫ তম বিসিএস ব্যাচের কর্মকর্তা হিসেবে এর আগে গত বছর ৩১ আগস্ট কিশোরগঞ্জ যোগদান করেন।
ঢাকা এক্সপ্রেস/ এসএ