ঢাকা, সোমবার, ০৪ আগস্ট ২০২৫

২০ শ্রাবণ ১৪৩২, ০৯ সফর ১৪৪৭

দুই বছরের সাজা, পলাতক সাবেক চেয়ারম্যান অবশেষে পুলিশের জালে

কাউখালি প্রতিনিধি

প্রকাশ: ১৭:৩২, ৪ আগস্ট ২০২৫

দুই বছরের সাজা, পলাতক সাবেক চেয়ারম্যান অবশেষে পুলিশের জালে

কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু । ছবি: সংগৃহীত

পিরোজপুরের কাউখালীতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ আগস্ট) সকালে তাকে পিরোজপুর কোটে পাঠানো হয়েছে। কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: এবাদ আলী মোল্লা এ বিষয়টি নিশ্চিত করেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: এবাদ আলী মোল্লার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও তার দলসহ রোববার (৩ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিগঞ্জ থেকে কাউখালী থানায় দু’বছরের সাজাপ্রাপ্ত আসামিকে বিশ্বস্ত সোর্সের ও টেকনোলজি ব্যবহারের মাধ্যমে ডেমরা থানা ও ডিএমপি ঢাকা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে কাউখালী থানায় ১৩ অক্টোবর ২০২৪ সালে নাশকতা মামলায় এজাহারে ১ নম্বর আসামি হওয়ায় ওই মামলার তদন্তকারী অফিসার তাকে পূর্ণ গ্রেফতার দেখান।

 

ঢাকা এক্সপ্রেস/ এসএ

আরও পড়ুন