শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৩৮, ৪ আগস্ট ২০২৫
ছবি: রয়টার্স
পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে ঢাকা ও রংপুর বিভাগে মাঝারি থেকে ভারি এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে ভারতের উজানে—বিশেষ করে মেঘালয় ও অরুণাচল প্রদেশে ভারি বর্ষণের ফলে নদ-নদীগুলোতে পানি বাড়ছে।
রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বেড়েছে। পূর্বাভাস বলছে, আগামী দুই দিনে এই নদীগুলোর পানি আরও বাড়তে পারে এবং তিস্তা বিপৎসীমা অতিক্রম করতে পারে। ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি প্রবাহিত হতে পারে সতর্কসীমার কাছাকাছি। এ অবস্থায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং আংশিক গাইবান্ধা জেলার তিস্তা ও সংলগ্ন নদীগুলোর তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, সোমেশ্বরী, জিঞ্জিরাম, ভুলাই এবং কংস নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। যাদুকাটা নদীর পানি কিছুটা কমলেও লুবাছড়া ও ঝালুখালি নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী তিনদিন এসব নদীর পানি সমতল বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এতে সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক প্লাবনের আশঙ্কা করা হচ্ছে।
সিলেট অঞ্চলের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি কিছুটা কমলেও তা আগামী একদিন স্থিতিশীল থাকবে এবং পরে বাড়তে পারে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং আগামী তিনদিন তা বাড়বে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
মহানন্দা, করতোয়া, আত্রাই, যমুনেশ্বরী, পুনর্ভবা, ঘাঘট ও টাঙ্গন নদীর পানির স্তরও বাড়ছে, যা আগামী দুইদিন অব্যাহত থাকতে পারে এবং পরে একদিন স্থিতিশীল থাকবে।
চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, সেলোনিয়া ও রহমতখালি নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। কুমিল্লার গোমতী নদীর পানি কিছুটা কমেছে এবং নোয়াখালী খালের পানি স্থিতিশীল রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী তিনদিন এসব নদীর পানি আরও বাড়তে পারে।
পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় বাড়লেও তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী পাঁচদিন এ ধারা অব্যাহত থাকবে। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে এবং আগামী তিনদিন তা আরও বাড়তে পারে। তবে এ দুটি নদীর পানি এখনও বিপৎসীমার নিচে রয়েছে এবং পরবর্তী দুইদিন তা স্থিতিশীল থাকবে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী কয়েকদিন দেশের একাধিক অঞ্চলে নদ-নদীর পানি আরও বাড়বে। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএআর