ঢাকা, সোমবার, ০৪ আগস্ট ২০২৫

২০ শ্রাবণ ১৪৩২, ০৯ সফর ১৪৪৭

শেখ হাসিনাকে নিয়ে সাড়া দেয়নি ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:০১, ৪ আগস্ট ২০২৫

শেখ হাসিনাকে নিয়ে সাড়া দেয়নি ভারত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারত সরকারের কাছে তাঁকে ফেরত চেয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ নিয়ে নতুন কিছু বলার নেই। আমরা তাঁকে ফেরত চেয়ে ভারতকে জানিয়েছি। এখনও কোনো ইতিবাচক উত্তর আসেনি। বাংলাদেশ অপেক্ষা করছে। ইতিমধ্যেই শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। কেউ আসুক আর না আসুক, তার জন্য বিচার তো বন্ধ থাকবে না।”

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। পরে তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আশ্রয় নেন বলে সরকারি সূত্রের দাবি।

আন্তর্জাতিক কোনো সংস্থার সহায়তা নেওয়া হবে কি না, এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, “সরকার যদি প্রয়োজন মনে করে, তাহলে সহায়তা নিতে পারে। তবে এই মুহূর্তে তা জরুরি মনে হচ্ছে না।”

বৈঠকে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশি সন্দেহে নাগরিকদের ‘পুশ ইন’ করার বিষয়ে ক্ষোভও প্রকাশ করেন উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, “ভারতকে বলা হয়েছে—যে তালিকা দিয়েছে, তা যাচাই করে আমরা আমাদের নাগরিকদের ফেরত নিয়েছি। তাই একই প্রক্রিয়ায় ফেরত পাঠানো উচিত। কিন্তু তারা হঠাৎ করে পুশ ইন করছে, এটা অগ্রহণযোগ্য ও দুঃখজনক।”

“এটা কোনো প্রথাগত পদ্ধতি নয়। তারা যদি কোনো বাংলাদেশিকে আটক করে, তাহলে আমাদের জানাবে। আমরা নাগরিকত্ব যাচাই করে ফিরিয়ে আনব। কিন্তু না জানিয়ে সরাসরি সীমান্তে ঠেলে পাঠানো আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন।”

পুশ ইন ঠেকাতে বাংলাদেশের পরবর্তী করণীয় সম্পর্কে তিনি বলেন, “আমরা যুদ্ধ করব না, সেটা নিশ্চিত। আমাদের হাতে রয়েছে কূটনৈতিক আলোচনার পথ। সেই পথেই এগোচ্ছি। সাফল্য এখনো আসেনি, তবে আশাবাদী যে তা আসবে।”

ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন