ঢাকা, সোমবার, ০৪ আগস্ট ২০২৫

২০ শ্রাবণ ১৪৩২, ০৯ সফর ১৪৪৭

বিশ্ব আজ সত্যিকার অর্থেই এক ক্লিক দূরত্বের

এক ছবিতে ভাইরাল, ৮ কোটির বেশি ভিউ—কে এই জাপানি তরুণী?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭:০৭, ৩ আগস্ট ২০২৫

এক ছবিতে ভাইরাল, ৮ কোটির বেশি ভিউ—কে এই জাপানি তরুণী?

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি তারকা হয়ে ওঠার ঘটনা নতুন কিছু নয়। অনেক সময় এটি ঘটে যায় একেবারে অকস্মাৎ, কোনো পূর্বনির্ধারিত পরিকল্পনা ছাড়াই। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে জাপানের তরুণী সাওরি আরাকি–কে ঘিরে, যিনি নিজের এক ছবির মাধ্যমে নেট দুনিয়ায় তুমুল আলোচনায় এসেছেন।

অনলাইনে ‘সাও (SAO)’ নামে পরিচিত এই তরুণী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)–এ পোস্ট করা একটি মাত্র ছবির মাধ্যমে অভাবনীয়ভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন। ছবিটি ২৫ জুলাই পোস্ট করা হয়েছিল, ক্যাপশন ছিল একটাই শব্দ—“Good Morning”। তবে এর প্রভাব ছিল ব্যাপক। ইতিমধ্যে ছবিটি ৭৫ মিলিয়নের বেশি ভিউ, ২ লাখ ২৮ হাজার লাইক, ১৬ হাজার রিপোস্ট এবং আড়াই হাজার মন্তব্য কুড়িয়েছে।

ছবিতে সাওরিকে দেখা গেছে ধূসর রঙের আঁটসাঁট স্যুট এবং সাদা জামার সঙ্গে করপোরেট স্টাইলের লুকে, দুই হাতে ল্যাপটপ ধরা অবস্থায়। তার মুখভঙ্গিতে লাজুক হাসি, গাল হালকা ফোলা, আর চোখে এক ধরনের কোমলতা—যা নেটিজেনদের মন ছুঁয়ে গেছে। তার এই চেহারায় অনেকেই খুঁজে পেয়েছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী সিডনি সুইনি–এর ছায়া, তৈরি হয়েছে মিম আর মুগ্ধতার ঢেউ।

কে এই সাও?

ভাইরাল হওয়ার পর নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন সাওরি আরাকি। তিনি জানান, বর্তমানে জাপানে একটি অফিসে চাকরি করছেন। পাশাপাশি তিনি মডেল ও অভিনেত্রী হিসেবেও কাজ করেন। তার অতীত পরিচয়ের মধ্যে রয়েছে জে-পপ গার্ল গ্রুপ ‘টোকিও গার্লস ব্রাভো’–এর সদস্য হওয়া, যেখানে তিনি ‘আরাকি সাওরি’ নামে পারফর্ম করতেন।

সাওরির জন্ম ১৯৯৬ সালের ১৩ মে, জাপানের নাগাসাকি শহরে। হঠাৎ পাওয়া এই জনপ্রিয়তাকে তিনি কেবল ফেলে দিচ্ছেন না, বরং তা কাজে লাগিয়ে তিনি এখন সামাজিক মাধ্যমে আরো সক্রিয় হচ্ছেন এবং ভক্তদের সঙ্গে গড়ে তুলছেন সরাসরি যোগাযোগ।

জনপ্রিয়তার প্রভাব

ছবিটি মূলত একটি করপোরেট ফটোশুট–এর অংশ ছিল, যা এতটা ভাইরাল হয়ে যাবে, সেটি হয়তো সাও নিজেও ভাবেননি। কিন্তু এই এক ছবির জোরেই তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ২ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে, এবং তিনি খুলেছেন নিজস্ব ইউটিউব চ্যানেল, যেখানে সাবস্ক্রাইবার সংখ্যা এর মধ্যেই ১৪ হাজার ছাড়িয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সাওরির এই উত্থান প্রমাণ করে—বিশ্ব আজ সত্যিকার অর্থেই এক ক্লিক দূরত্বের। মৃদু হাসি, মার্জিত চেহারা, পরিশীলিত অভিব্যক্তি আর এক ধরনের অদ্ভুত বিনয়—এসবের সমন্বয়ে গঠিত সাওরির ব্যক্তিত্ব বহু দর্শকের মন জয় করে নিয়েছে।

একটি সাধারণ ‘গুড মর্নিং’–ছবি, আর তাতেই ৮ কোটির বেশি ভিউ—এই ঘটনাই প্রমাণ করে অনলাইন দুনিয়ায় জনপ্রিয়তা কতটা অপ্রত্যাশিত, অথচ দ্রুতগতিসম্পন্ন হতে পারে। সাওরি আরাকি এখন শুধু জাপানের নয়, হয়ে উঠেছেন আন্তর্জাতিক সামাজিক মাধ্যমের আলোচিত নাম।

তথ্যসূত্র: দ্য ইকোনমিকস টাইমস

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন