ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

১৫ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
২৯ এপ্রিল থেকে সারাদেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
Scroll
হজ ফ্লাইট উদ্বোধন, প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি যাবেন
Scroll
চট্টগ্রাম টেস্ট, প্রথম দিন: বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে সংগ্রহ ৯০ ওভারে ২২৭/৯
Scroll
ইয়েমেনের বন্দিশালায় মার্কিন বিমান হামলা, ৬৮ মৃতদেহ উদ্ধার
Scroll
ডনসহ ১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ ভারতে, বিবিসিকে সতর্কবার্তা
Scroll
সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ১০ জনের
Scroll
নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Scroll
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন
Scroll
ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
Scroll
রাখাইনের জন্য করিডোর দিতে সম্মত বাংলাদেশ
Scroll
নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ: নতুনদের ঘর করে দিতে জাতিসংঘের চিঠি

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

যশোর প্রতিনিধি 

প্রকাশ: ১৭:০২, ২৮ এপ্রিল ২০২৫

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

যবিপ্রবি কেন্দ্রীয় মাঠে জমকালো আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ছবি: ঢাকা এক্সপ্রেস

“ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা। সোমবার (২৮ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জমকালো আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এটি যবিপ্রবিতে দ্বিতীয় বারের মতো ক্রিকেট নিয়ে আয়োজিত আন্তঃবিভাগ প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। 

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শিক্ষার্থী ও খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, “আনন্দের জায়গা খেলাধুলা, বিনোদনের জায়গা খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে বন্ধুত্ব তৈরি হয়, পারস্পরিক সম্পর্ক দৃঢ় হয়। আমাদের আশা, এই প্রতিযোগিতার মাধ্যমে তোমরা ধৈর্য্য, প্রজ্ঞা ও পারস্পরিক শ্রদ্ধার পরিচয় দেবে। খেলায় অংশগ্রহণের পাশাপাশি পরিচালকদের সিদ্ধান্তকে সম্মান জানানোই হবে প্রকৃত ক্রীড়া স্পৃহা।”
উপাচার্য আরও বলেন, “যেভাবে গবেষণা ও বিশ্ব র‌্যাঙ্কিংয়ে যবিপ্রবি এগিয়ে চলেছে, তেমনি আমরা খেলাধুলাতেও সমানভাবে এগিয়ে যেতে চাই। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অর্জনকে আরও সমৃদ্ধ করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তোমরাই ভবিষ্যতে সুন্দর দেশ ও জাতি গঠনের নেতৃত্ব দেবে।”

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো.রাফিউল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাসিম রেজা, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোপাল চন্দ্র ঘোষ, অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. মজনুজ্জামান, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার এবং বীরপ্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. মোছা. আফরোজা খাতুন। 

এ ছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মো. মিনহাজ উদ্দিন মনির, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. শফি আহমেদ, ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জ্বল চন্দ্র সূত্রধর, মো. শাহিনূর রহমান ও মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা চলাকালীন প্রতিটি বিভাগ তাদের সেরা দল নিয়ে অংশগ্রহণ করবে এবং ফাইনালের মাধ্যমে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন দল। ক্রীড়ামোদী শিক্ষার্থীরা এ আয়োজনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশ নিচ্ছেন। 

 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন