শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৪৪, ২৮ এপ্রিল ২০২৫
লাব্বাইক অ্যাপ
সোমবার (২৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত এই অ্যাপটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
‘লাব্বাইক’ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। ডাউনলোড লিংক: https://play.google.com/store/apps/details?id=com.ooroh.labbayk&pli=1
রেজিস্ট্রেশন
রেজিস্ট্রেশনের জন্য হজযাত্রীর মোবাইল নম্বর, পিলগ্রিম আইডি (পিআইডি) এবং জন্ম তারিখ প্রয়োজন। ওটিপি যাচাইয়ের পর ৪ ডিজিটের পিন সেট করতে হবে। একজন হজযাত্রী পরিবারের সর্বোচ্চ ৩ জন সদস্যকে অ্যাপে আমন্ত্রণ জানিয়ে যুক্ত করতে পারবেন। আমন্ত্রিত সদস্যরা রেজিস্ট্রেশনের পর হজযাত্রীর তথ্য জানতে পারবেন। এ ছাড়া অতিথি (সবার জন্য উন্মুক্ত) ইউজার হিসেবেও রেজিস্ট্রেশন করা যাবে।
অ্যাপের সুবিধা সমূহ
জরুরি সহায়তা: হজযাত্রী হারিয়ে গেলে, গুরুতর অসুস্থ হলে বা বিপদে পড়লে এসওএস (সেভ আওয়ার সোলস) বাটনে ক্লিক করে সাপোর্ট টিমের সহায়তা পাওয়া যাবে।
ফ্লাইট তথ্য: ফ্লাইট কোড, বোর্ডিং সময়, আগমন-প্রস্থানের সময়, লাগেজের ওজন সীমা ইত্যাদি বিস্তারিত জানা যাবে।
লোকেশন ট্র্যাকিং: গুগল ম্যাপের মাধ্যমে হজযাত্রী নিজের বা দলের অন্য সদস্যদের অবস্থান নির্ণয় করতে পারবেন।
আবাসন তথ্য: হোটেলের নাম, ঠিকানা, দূরত্ব, ছবি, ভিডিও, চেক-ইন/চেক-আউট তারিখ ইত্যাদি জানা যাবে।
দৈনিক হজ শিডিউল ও অন্যান্য তথ্য: নামাজের সময়সূচি, আবহাওয়ার পূর্বাভাস, মিনা-আরাফার তাঁবুর লোকেশন, হজ প্রি-পেইড কার্ডের ব্যালেন্স।
স্বাস্থ্য সেবা: ডিজিটাল স্বাস্থ্য প্রোফাইল, সার্বক্ষণিক ভার্চুয়াল স্বাস্থ্য সহায়তা, বাংলাদেশ মেডিকেল সেন্টার ও সৌদি হাসপাতালের তথ্য।
ধর্মীয় সুবিধা: কোরআন ও হাদিস লাইব্রেরি, কিবলা নির্দেশনা, ডিজিটাল তসবি, হজ ও ওমরাহ সহায়িকা।
অন্যান্য সেবা: কোরবানি কুপন সংগ্রহ কেন্দ্রের তালিকা, মক্কা-মদিনার ঐতিহাসিক স্থানের বিবরণ, হজ এজেন্সির তথ্য (নাম, লাইসেন্স নম্বর, প্যাকেজ, রেটিং, রিভিউ)।
ঢাকা এক্সপ্রেস/ এসইউ