শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ২১:৩২, ২৮ এপ্রিল ২০২৫
যৌথবাহিনীর অভিযানে আটককৃত সুরেশ ওরফে বিদ্যুৎ চাকমা (৪৪)। ছবি: ঢাকা এক্সপ্রেস
আটককৃত ব্যক্তির নাম সুরেশ ওরফে বিদ্যুৎ চাকমা (৪৪)। তিনি নানিয়ারচর থানার দেওয়ানপাড়া গ্রামের হরিদাস চাকমার ছেলে বলে জানা গেছে।
সোমবার (২৮ এপ্রিল) শুকনাছড়া এলাকায় মেজর মোঃ আবু নাঈম খন্দকার এর নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত বিদ্যুৎ চাকামর কাছ থেকে ১টি এলজি অস্ত্র, ২ রাউন্ড অ্যামোনিশন, ১০টি চাঁদা আদায়ের রশিদ বই, ১টি মোবাইল সেট, নগদ ২ হাজার ৪ শত ৮০ টাকা এবং ২টি হিসাবের খাতা জব্দ করা হয়।
বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মো. মাসুদ রানা পিএসসি জানান, আমাদের কাছে তথ্য ছিলো, সশস্ত্র সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় জনসাধারণকে জিম্মি করে উক্ত এলাকায় ব্যাবসায়ীদের গাড়ি আটক করে চাঁদাবাজি করে আসছে। গোয়েন্দা সুত্রে জানতে পারি, শুকনাছড়া এলাকায় ৫ জন সশস্ত্র সন্ত্রাসী চাঁদা আদায় করছে, উক্ত তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করতে গেলে চারজন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয়েছি।
জব্দকৃত মালামাল ও আসামিকে সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা এক্সপ্রেস/এনএ