ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

১৫ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১৮ মাসের শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৬:২৫, ২৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:১২, ২৮ এপ্রিল ২০২৫

মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১৮ মাসের শিশুর মৃত্যু

মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত শিশু রাইসা খাতুন। ছবি: ঢাকা এক্সপ্রেস

যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাইসা খাতুন (১৮ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার লাউকুন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে অভয়নগর উপজেলার গাবুখালি গ্রামের হবিবর মোল্লার ছেলে রাজু মোল্লা (৩০) পরিবারসহ মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের লাউকুন্ডা গ্রামের আবু তালেবের (৭৫) বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন।

শনিবার সকালে রাজু মোল্লার মেয়ে রাইসা খাতুন বাড়ির উঠানে খেলা করছিলো। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক আর্থিং তারে হাত দিলে শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে। শিশুটির মা সালমা খাতুন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন।

পরে পরিবারের সদস্যরা রাইসাকে উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাইজাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে শিশুটির মৃতদেহ অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই ঘটনায় অভয়নগর থানায় একটি সাধারণ ডায়রী ও অপমৃত্যু মামলা হয়েছে হলে জানান ডিউটি অফিসার। 

 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন