শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭:২০, ২৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:৩৮, ২৮ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর উসকানিমূলক কনটেন্ট ছড়ানোর অভিযোগে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসিকে সতর্কতা এবং ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
নিষিদ্ধ হওয়া ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন, জিও নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার এবং সুনো নিউজের ইউটিউব চ্যানেল। নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন সাংবাদিক ইর্শাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা এবং মুনিব ফারুকের চ্যানেলও। এছাড়া দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, উজায়ের ক্রিকেট এবং রাজি নামার মতো হ্যান্ডেলগুলোও নিষিদ্ধ করা হয়েছে।
সরকারি সূত্রের বরাতে বলা হয়, পহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে উসকানিমূলক ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো ও ভারত, ভারতীয় সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছিল এসকল পাকিস্তানি ইউটিউব চ্যানেল। এসব চ্যানেলের সম্মিলিত সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৬ কোটি ৩০ লাখ। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানানো হয়।
বর্তমানে ভারত থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশ করতে গেলে ব্যবহারকারীরা একটি বিশেষ বার্তা দেখতে পাচ্ছেন। সেখানে লেখা, ‘এই কনটেন্টটি বর্তমানে এই দেশে উপলভ্য নয়। কারণ জাতীয় নিরাপত্তা বা গণশৃঙ্খলা সম্পর্কিত সরকারি আদেশের ভিত্তিতে এটি সরানো হয়েছে। আরও বিস্তারিত জানতে গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখুন।’
এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকেও সতর্ক করেছে ভারত সরকার। বিবিসি একটি সংবাদের শিরোনামে লিখেছিল, ‘মারাত্মক কাশ্মীর হামলার পর পাকিস্তান ভারতীয়দের ভিসা স্থগিত করেছে’, যা দেখে অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী মনে করেছেন যেন ‘ভারতই পর্যটকদের হত্যা করেছে’।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্জগৎ প্রচার বিভাগের পক্ষ থেকে বিবিসির ভারত প্রধান জ্যাকি মার্টিনের কাছে ভারতের ‘তীব্র প্রতিক্রিয়া’ জানানো হয়েছে। একইসঙ্গে, বিবিসির পক্ষ থেকে সন্ত্রাসীদের ‘মিলিট্যান্ট’ বলে উল্লেখ করার প্রতিবাদে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। সরকারি সূত্র জানায়, বিবিসির ভবিষ্যৎ প্রতিবেদনের ওপরও কড়া নজরদারি রাখবে ভারত।