শিরোনাম
লক্ষীপুর প্রতিনিধি
প্রকাশ: ২০:৩১, ২৮ এপ্রিল ২০২৫
আইনজীবীর সহকারি কবির হোসেন। ছবি: ঢাকা এক্সপ্রেস
অভিযুক্ত কবির জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক সোহেল মাহমুদের সহকারী (মুহুরি) হিসেবে কর্মরত।
ভূক্তভোগী রিপন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলি এলাকার ব্যবসায়ী মো. সাইফুল্লার ছেলে।
অভিযোগকারীর সূত্রে জানা যায়, ভূক্তভোগী রিপনসহ তার পরিবারের ওপর হামলার ঘটনায় একটি মামলায় ৭ আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। খবর পেয়ে রিপনসহ কয়েকজন সাক্ষী আদালতে আসে। সেখান থেকে ঘটনার সময় বাড়ি ফেরার পথে কবির আদালতের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক থেকে ঘাড় ধরে রিপনকে আইনজীবী সমিতির সামনে নিয়ে আসে। এ সময় তাকে বিভিন্ন হুমকি ধমকি দেয় কবির।
এ ব্যাপারে বক্তব্য জানতে চাইলে আইনজীবী সহকারী কবির হোসেন মোবাইল ফোনে ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে তিনি ওমর ফারুক তুষার নামে এক আইনজীবীকে ফোন ধরিয়ে দেয়। এ সময় প্রতিবেদককে দেখে নেওয়ার হুমকি দেয় তুষার।
আইনজীবী সোহেল মাহমুদ বলেন, “একটি মামলায় ৭ জনকে জামিন করিয়েছি। কিন্তু বাদী পক্ষের ভয়ে তারা আদালত থেকে বের হতে পারছিলেন না। এতে কবিরকে বলেছি তাদেরকে গাড়িতে তুলে দিতে। কিন্তু বাদী পক্ষের সঙ্গে তার খারাপ আচরণ ঠিক হয়নি। এ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।”
লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার বলেন, “কবিরের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
ঢাকা এক্সপ্রেস/এনএ