শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৪৫, ২৮ এপ্রিল ২০২৫
স্ত্রী তামিমা সুলতানা ও ক্রিকেটার নাসির । ছবি: সংগৃহীত
আদালত প্রাঙ্গণে স্ত্রী তামিমা সুলতানাকে রেখে পালালেন ক্রিকেটার নাসির উদ্দিন। সোমবার (২৮ এপ্রিল) ঢাকার সিএমএম আদালতে এ ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপরই তামিমা তাঁর আগের স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তামিমা ও নাসিরের বিরুদ্ধে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি মামলা করেন তামিমার আগের স্বামী রাকিব হাসান।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর দুই আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ মামলায় নাসির ও তামিমার বিরুদ্ধে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন আদালত।
আরও জানা যায়, আজ তালাক যথাযথভাবে হয়নি জেনেও তামিমা সুলতানাকে বিয়ের অভিযোগে করা মামলার শুনানিতে বিব্রত হয়ে মামলার নথি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর পাঠিয়েছেন একই আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান বলেন, তালাক যথাযথভাবে হয়নি জেনেও তামিমা সুলতানাকে বিয়ের অভিযোগে করা মামলায় আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য ছিল আজ সোমবার। তবে আসামিপক্ষের আইনজীবী এক দরখাস্ত দিয়ে আদালতকে বলেন, বিচারাধীন বিষয় নিয়ে বাদীপক্ষের আইনজীবী (তিনি) মন্তব্য করেছেন, যা আদালত অবমাননার শামিল।
আইনজীবী ইশরাত হাসান আরও বলেন, তিনি বিবাদীপক্ষের আইনজীবীদের বিষয়ে আদালতকে বলেছেন, বিবাদীপক্ষের আইনজীবী একসময় বাদীপক্ষের আইনজীবী হিসেবে নিয়োজিত ছিলেন। এটিকে পেশাগত অসদাচরণ বলে মনে করেন তিনি।
এসব অভিযোগ অস্বীকার করেছেন ক্রিকেটার নাসিরের আইনজীবী আজিজুর রহমান। তিনি বলেছেন, ১৬ এপ্রিল এ মামলায় বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। পরে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান গণমাধ্যমে তামিমাকে জড়িয়ে নাসিরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। মামলার বিচার নিষ্পত্তি হওয়ার আগে এ ধরনের মন্তব্য আদালত অবমাননার শামিল।
এদিন আদালত প্রাঙ্গণে নাসির ও তামিমাকে সাংবাদিকরা ঘিরে ধরলে নাসির কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সরে যান। সাংবাদিকদের এড়িয়ে যেতেই স্ত্রীকে রেখে একপ্রকার পালিয়ে যান তিনি।
এসময় তামিমাকেও দেখা যায় দ্রুত আদালত প্রাঙ্গণ ত্যাগ করতে।
ঢাকা এক্সপ্রেস/ এসইউ