শিরোনাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:১৫, ২৮ এপ্রিল ২০২৫
ছবি: বিসিবি
আগেই জানা গিয়েছিল, বাংলাদেশ সফরের মধ্য দিয়েই রেফারি জীবনের ইতি টানবেন সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। নির্ধারিত সূচি অনুযায়ী, টসের পর বুনের হাতে আইসিসির স্মারক তুলে দেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। এ সময় উপস্থিত ছিলেন ম্যাচ অফিসিয়াল রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো ও কুমার ধর্মসেনা। সঙ্গে সম্মাননা জানান বাংলাদেশ দলের নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজও। পরে সম্মাননা প্রদানের মুহূর্তের ছবি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছে বিসিবি।
১৪ বছরের ক্যারিয়ারে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে বুন দায়িত্ব পালন করেছেন ৮৭ টেস্ট, ১৮৩ ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টি ম্যাচে। ২০১১ সালে প্রথম ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব নেন তিনি। দীর্ঘ এক যুগের পথচলার পর এবার আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছেন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার হয়ে ১০৭টি টেস্ট ও ১৮১টি ওয়ানডে খেলেছেন ডেভিড বুন। ১৯৮৭ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।
ঢাকা এক্সপ্রেস/এসএআর