ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

১৫ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
২৯ এপ্রিল থেকে সারাদেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
Scroll
হজ ফ্লাইট উদ্বোধন, প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি যাবেন
Scroll
চট্টগ্রাম টেস্ট, প্রথম দিন: বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে সংগ্রহ ৯০ ওভারে ২২৭/৯
Scroll
ইয়েমেনের বন্দিশালায় মার্কিন বিমান হামলা, ৬৮ মৃতদেহ উদ্ধার
Scroll
ডনসহ ১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ ভারতে, বিবিসিকে সতর্কবার্তা
Scroll
সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ১০ জনের
Scroll
নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Scroll
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন
Scroll
ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
Scroll
রাখাইনের জন্য করিডোর দিতে সম্মত বাংলাদেশ
Scroll
নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ: নতুনদের ঘর করে দিতে জাতিসংঘের চিঠি

ইরেশের বিরুদ্ধে মামলার বাদী

ভাই, আমি সবাইকে কীভাবে চিনব?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৪৯, ২৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:১১, ২৮ এপ্রিল ২০২৫

ভাই, আমি সবাইকে কীভাবে চিনব?

জুলাই আন্দোলনের সময় নিহত মাহফুজ আলম শ্রাবণের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি ২০ এপ্রিল মিরপুর মডেল থানায় ইরেশ যাকের, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও ৪০৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ভাইয়ের মৃত্যুর নয় মাস পর তিনি এই মামলা করেন।

কীভাবে এসব আসামির নাম উল্লেখ করা হলো, তা জানতে চাইলে বাপ্পি বলেন, ‘ভাইয়ের মৃত্যুর পর বিভিন্ন পত্রপত্রিকা থেকে কিছু তথ্য সংগ্রহ করেছি। কিছু তথ্য পুলিশ ও আইনজীবীরাও দিয়েছেন। আমি আদালতে উপস্থিত ছিলাম না, তাই কে কীভাবে যুক্ত হলো, তা নির্দিষ্ট করে বলা কঠিন।’

ইরেশ যাকেরের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'ভাই, আমি সবাইকে কীভাবে চিনব? ঘটনা ঘটেছে ঢাকায়, আমি থাকি নওগাঁয়।'

বাপ্পি আরও বলেন, ‘পুলিশ তাদের দায়িত্ব পালনের সময় কিছু নাম যুক্ত করেছে, আইনজীবীরাও কিছু নাম দিয়েছেন। আমি নিজেও পত্রিকা থেকে তথ্য নিয়ে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের নাম দেওয়ার চেষ্টা করেছি। একা কোনো ব্যক্তির পক্ষে এত বড় মামলা করা সম্ভব না। যদি শুধু আমি করতাম, ৫-১০ জন বা সর্বোচ্চ ২০-৫০ জনের নাম দিতাম।’

ঘটনার প্রায় নয় মাস পর মামলা করার কারণ জানতে চাইলে বাপ্পি বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে সময় লেগেছে।’ নিজের পেশা সম্পর্কে তিনি জানান, তিনি ছোট পরিসরে চালের ব্যবসা করেন। রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা জানতে চাইলে বলেন, ‘না, আমি কোনো রাজনীতিতে জড়িত নই।’

গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় মিরপুরে গুলিতে নিহত হন নওগাঁর মোশাররফ হোসেনের ছেলে মাহফুজ আলম শ্রাবণ। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিনেতা ইরেশ যাকের, শেখ হাসিনা ও আরও ৪০৬ জনকে আসামি করা হয়েছে। ইরেশ যাকের মামলার ১৫৭ নম্বর আসামি।

এদিকে, ২৫ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) কর ফাঁকির অভিযোগে ইরেশ যাকেরের প্রতিষ্ঠান এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের (এমসিএল) সব ব্যাংক হিসাব জব্দ করেছে। এশিয়াটিক এমসিএল হলো এশিয়াটিক থ্রি-সিক্সটির প্রধান প্রতিষ্ঠান। ইরেশ যাকের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং তার মা সারা যাকের চেয়ারপার্সন।

ইরেশ যাকেরের নাম মামলায় আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন