শিরোনাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫:২৪, ২৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:২৪, ২৮ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
দুই সেশন শেষে সফরকারীদের মোট সংগ্রহ ২ উইকেটে ১৬১ রান। ক্রিজে আছেন নিকোলাস ওয়েলচ (৫৪) ও শন উইলিয়ামস (৫৫)।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। শুরুতেই সফরকারীদের চাপে ফেলার লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ।
ইনিংসের ১১তম ওভারে নিজের অভিষেক টেস্টে প্রথম সাফল্য এনে দেন পেসার তানজিম হাসান সাকিব। অফসাইডে এক্সট্রা বাউন্স করিয়ে উইকেটরক্ষক জাকের আলী অনিকের ক্যাচে পরিণত করেন ৩৩ বলে ২১ রান করা ব্রায়ান বেনেটকে। দলীয় ৪১ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে।
বোলিংয়ে এসে দ্বিতীয় আঘাত হানেন তাইজুল ইসলাম। ১৯তম ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন ওপেনার বেন কারেনকে। ৫০ বলে ২১ রান করে সাঝঘরে ফেরেন।