ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

১৫ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর সভা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩:০১, ২৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:০৫, ২৮ এপ্রিল ২০২৫

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর সভা

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকের বিরুদ্ধে মতবিনিময় সভা উপস্থিত এলাকাবাসী। ছবি: ঢাকা এক্সপ্রেস

মাদকের ভয়াবহ ছোবলে হারিয়ে যাচ্ছে অনেক সম্ভাবনাময় তরুণেরা। এর হাত থেকে রক্ষা পাচ্ছে না শিশু থেকে বৃদ্ধরাও। এমন পরিস্থিতিতে মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে ও মাদক সেবনের বিরুদ্ধে একাট্টা হওয়ার ঘোষণা দিয়েছেন ফরিদপুরের সচেতন এলাকাবাসী। 

রোববার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে মাদকের বিরুদ্ধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সেখানেই মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে একাট্টা হওয়ার ঘোষণা দেন সচেতন এলাকাবাসী। এমনকি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করে পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও থানা অফিসার ইনচার্জকে চিঠি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন তারা। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আক্তার খালাসী। রাজনীতিবিদ আহমেদ সিকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জিয়াউল হাসান নান্টু, ইমরুল হাসান, এম এম জামসেদ হোসেন নয়ন, খবির মিয়া, মনিরুজ্জামান মনির ও মাওলানা আব্দুর রহমান প্রমুখ। 
সভায় ফলিয়া ও পানিপাড়া গ্রামের বিভিন্ন বয়সী কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন, এলাকায় দিনদিন মাদকে ছেঁয়ে গেছে। বিশেষ করে বারাশিয়া নদীর বেড়িবাঁধসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে বসে জুয়া ও মাদকের রমরমা আসর। উঠতি বয়সের যুবক ও তরুণরা এ আসরে প্রতিদিন বসেন। এমনও হয়েছে, মাদকের টাকার জোগাড় করার জন্য এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে তারা। 
তাদের মাদক থেকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা সফল হইনি। তাই আমরা এলাকার বিভিন্ন বয়সী সচেতন মানুষকে নিয়ে মাদক নির্মূল কমিটি ঘোষণা করেছি। কমিটির সদস্যরা প্রতিদিন ও রাতে এলাকায় মাদকের সম্ভাব্য স্থানে পাহাড়া দিবেন। 

মাদক ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সভায় বক্তারা বলেন, আগামীতে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে কঠোরভাবে অবস্থান নিয়ে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পুলিশকে আরও তৎপর হয়ে দায়িত্ব পালন ও সবাইকে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। 

 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন