ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

১৫ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

প্রথম মিশনেই সাড়া ফেললেন সামান্থা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩:০১, ২৮ এপ্রিল ২০২৫

প্রথম মিশনেই সাড়া ফেললেন সামান্থা

ছবিঃ সংগৃহীত

নিজের পছন্দের গল্পগুলো দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য দু'বছর আগে প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছিলেন সামান্থা রুথ প্রভু। ‘ট্রালালা মুভিং পিকচার্স’ নামে প্রতিষ্ঠানের মাধ্যমে ইতিমধ্যেই একটি সিনেমা তৈরি হয়েছে। সামান্থার প্রযোজিত প্রথম সিনেমার নাম ‘শুভম’। এই তেলুগু সিনেমাটি আগামী ৯ মে বিশ্বজুড়ে মুক্তি পাবে। গতকাল মুক্তি পাওয়া ‘শুভম’-এর ট্রেলার ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। নিজের প্রযোজিত প্রথম সিনেমায় নতুন ধরনের বিষয় উপস্থাপন করায় প্রশংসিত হচ্ছেন সামান্থা।

বর্তমানে বলিউড ও দক্ষিণি সিনেমায় প্রায়ই পুরুষতন্ত্রের জয়গান শোনা যায়। কিন্তু ‘শুভম’ সিনেমায় উল্টো ধারণা নিয়ে নারীর শক্তি এবং পুরুষতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। সিনেমাটির কাহিনীতে হরর এবং কমেডির মিশেলে নারীর শক্তিকে তুলে ধরা হয়েছে, যেখানে পুরুষতন্ত্রকে কটাক্ষ করা হয়েছে। সিনেমাটি একটি উপশহরের কয়েকটি দম্পতির গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ট্রেলারে দেখা যায়, কয়েকজন পুরুষ নিজেদের মধ্যে আলোচনা করছে, কীভাবে তারা তাদের স্ত্রীদের শাসন করে রাখে এবং নিজেদের 'আলফা মেল' হিসেবে দাবি করে।

কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায় যখন টিভিতে একটি সিরিয়াল সম্প্রচারিত হয়। ওই সিরিয়াল দেখার পর একে একে এলাকার সকল নারীর ওপর ভূতের প্রভাব পড়তে থাকে। অদ্ভুত আচরণ শুরু হয় নারীদের, তারা স্বামীদের মানতে অস্বীকার করে এবং উল্টো তাদের ওপর নির্যাতন চালাতে শুরু করে। অচিরেই বিপাকে পড়ে এলাকাটির পুরুষেরা, এবং তাদের উদ্ধার করতে ‘মাতা’ চরিত্রের আগমন ঘটে। এই চরিত্রটি গণনা করে জানিয়ে দেয়, এলাকার সব পুরুষ অল্প সময়ের মধ্যেই মারা যাবে। সামান্থা এখানে ‘মাতা’ চরিত্রে হাজির হবেন, যা একটি গুরুত্বপূর্ণ চরিত্র।

প্রাভিন কান্দ্রেগুলা পরিচালিত ‘শুভম’-এ মুখ্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন হারশিত মালগিরেড্ডি, শ্রেয়া কোন্থাম, চরণ পেরি, শালিনী কোন্ডেপুদি, গাভিরেড্ডি শ্রীনিবাস, শ্রাবণী প্রমুখ। সিনেমাটি নিয়ে সামান্থা বলেন, "আমাদের লক্ষ্য ছিল এমন একটি সিনেমা তৈরি করা যা দর্শকদের ভাবতে বাধ্য করবে এবং চিন্তার উৎস হিসেবে কাজ করবে। ট্রালালা মুভিং পিকচার্সের প্রথম প্রচেষ্টায় দর্শক সেটি পাবেন। শুভম নিয়ে আমি খুব উত্তেজিত এবং অধীর আগ্রহে অপেক্ষা করছি সিনেমাটি দর্শকদের সামনে উপস্থাপনের জন্য।"

এছাড়াও, হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, ‘শুভম’-এর পর সামান্থার প্রযোজনায় আরেকটি সিনেমা তৈরি হচ্ছে, যার নাম ‘মা ইনতি বানগারাম’। এতে প্রধান চরিত্রে নিজেই অভিনয় করবেন সামান্থা। বর্তমানে তিনি ‘রাজ ও ডিক’ পরিচালিত ওয়েব সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’-এ অভিনয় করছেন।
 

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন