ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

১৪ বৈশাখ ১৪৩২, ২৮ শাওয়াল ১৪৪৬

বিরতি ভেঙে ফিরলেন টয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ১৭:৪৮, ২৭ এপ্রিল ২০২৫

বিরতি ভেঙে ফিরলেন টয়া

লাক্স চ্যানেল আই থেকে প্রতিযোগিতা থেকে অভিনয়ে এসেছেন মুমতাহিনা চৌধুরী টয়া। কাজ করেছেন অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে। মাঝে খানিকটা সময় বিরতি নিয়েছেন, নিজেকে সময় দেওয়ার জন্য।

অবশেষে প্রায় দেড় বছর পর আবারও পর্দায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী। সবশেষ তাকে টেলিভিশনে দেখা গিয়েছিল তপু খান পরিচালিত ‘ভালোবাসার রঙ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। তবে এবার টয়া ফিরেছেন উপস্থাপক হয়ে। সদ্যই শেষ করেছেন খাবারের উপস্থাপনা বিষয়ক রিয়েলিটি শো ‘আর্ট অব প্লেটিং’-এর দ্বিতীয় সিজনের শুটিং।

টয়া জানান, খাবার রান্না করার পর সেটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় অর্থাৎ প্লেটিং করা যায় সেটি নিয়েই এই শো, যেটাকে বলা হচ্ছে ‘আর্ট অব প্লেটিং’। এই শোতে টয়ার অতিথি হয়ে উপস্থিত হয়েছেন জয়া আহসান থেকে শুরু করে দেশের জনপ্রিয় অনেক শিল্পীরা।

আরও পড়ুন