ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

১৪ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

সোনারগাঁওয়ে বাবাকে পিটিয়ে রক্তাক্ত করলো সন্তান 

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২০:৩০, ২৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:৪৬, ২৭ এপ্রিল ২০২৫

সোনারগাঁওয়ে বাবাকে পিটিয়ে রক্তাক্ত করলো সন্তান 

৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিমকে মেরে এভাবে ফেলে রাখেন সন্তানরা। ছবি: ঢাকা এক্সপ্রেস

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় নিজের বাবাকে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে আপন ছেলে-মেয়েদের বিরুদ্ধে। 

রোববার (২৭ এপ্রিল) দুপুরে প্রকাশ্যে বাড়ির সামনে রাস্তায় ফেলে আষাঢ়িয়াচর গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিমকে লাথি মেরে মাটিতে ফেলে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে তারই ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার। যার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

আহত আব্দুর রহিমের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলেও কাউকে কোন প্রকার তোয়াক্কা না করে বৃদ্ধ বাবাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এক পর্যায়ে এলাকাবাসী ক্ষিপ্ত হলে পাষণ্ড সন্তানেরা বাবাকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানায় এলাকাবাসী। তারা আরও জানান, দীর্ঘদিন যাবত আব্দুর রহিমের সন্তানেরা তাকে নানা ভাবে মানুষিক অত্যাচার করে আসছিলো। মাঝে মাঝে বাবার উপর হাত তোলার কথা শুনলেও কখনও দেখেন নি। কিন্তু আজ সন্তানেরা যেটা করেছে তা আতঙ্কিত হওয়ার মতোই ঘটনা। 

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান বলেন, “জমি সংক্রান্ত বিষয়ে সন্তানদের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা শুনেছি। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন