ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

১৪ বৈশাখ ১৪৩২, ২৮ শাওয়াল ১৪৪৬

৯ বছরের শিশুকে ধর্ষণ, ৫০ বছরের বৃদ্ধ গ্রেফতার 

দিনাজপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৯:৩১, ২৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:৩২, ২৭ এপ্রিল ২০২৫

৯ বছরের শিশুকে ধর্ষণ, ৫০ বছরের বৃদ্ধ গ্রেফতার 

৯ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: ঢাকা এক্সপ্রেস

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পল্লীতে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় পুলিশ ধর্ষক নজরুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে। 

রোববার (২৭ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃত নজরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে তাকে গ্রেফতার করে। এই ঘটনায় রোববার সকালে ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। 

গ্রেফতারকৃত নজরুল ইসলাম চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দিঘারণের (বড়জুম্মাপাড়া) মৃত আব্দুল গনির ছেলে। এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল, রোববার বিকেলে বাড়ীর পাশে খেলা করছিল শিশুটি। 

এ সময় নজরুল শিশুকে বিস্কুট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে তার ঘাসের ক্ষেতে নিয়ে যায়। সেখানে তার হাত ও পা রশি দিয়ে বেঁধে শিশুটিকে ধর্ষণ করে। পরে সন্ধ্যায় শিশুটি বাসায় এসে বিষয়টি তার মাকে বলে। বিষয়টি নিয়ে ধর্ষণের শিকার শিশুর মা ধর্ষক নজরুল ইসলামের বাড়ীতে গেলে তারা রাগান্বিত হয়ে গালিগালাজ করে তাকে তাড়িয়ে দেন।

এ প্রসঙ্গে শিশুটির মা বলেন, “আমার ছোট মেয়েকে ধর্ষণ করলো। পরে তাদের বিষয়টা বলতে গেলে তারা আমাকে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। তারা আমাদের ঘরবাড়ী ভাংচুর করার হুমকি দেয়।” 

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়। এরপর বিষয়টি আমাদের নজরে আসলে আমরা রাতেই অভিযুক্তকে গ্রেফতার করি।  এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে। 

 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন