ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

১৪ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

লক্ষীপুরে বৈবিছাআ নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

লক্ষীপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৮:৩০, ২৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:৩৫, ২৭ এপ্রিল ২০২৫

লক্ষীপুরে বৈবিছাআ নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

চাঁদা দাবির ঘটনায় সংবাদ সম্মেলন। ছবি: ঢাকা এক্সপ্রেস

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে চাঁদাবাজির অভিযোগ তুলেছে। এর মধ্যে একটি পক্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহবায়ক আরিয়ান রায়হানসহ কয়েকজনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনেছে। এর বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করে ১০ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগ আনা হয়। 

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে লক্ষীপুর প্রেসক্লাবে মো. আজিমসহ একটি পক্ষ এবং রোববার (২৭ এপ্রিল) দুপুরে ঐতিহ্য কনভেশন সেন্টারে মো. হানিফসহ আরেকটি পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। 

মো. আজিম লিখিত বক্তব্যে বলেন, ১৯ মার্চ শহরের কালু হাজী সড়কের মজুপুর এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ৬ শতাংশ জমি দখল করে নেয়। সমন্বয়ক আরিয়ান রায়হানসহ তার দলের বেলাল, আমজাদ রানাসহ ঘটনাটি ঘটিয়েছে। ১৭ এপ্রিল আমাদের বাকি জমিতে বালু ভরাট করতে গেলে আরিয়ানসহ নুরুল ইসলাম, আদুসহ তাদের লোকজন ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে বাকিটি জমিও জোরপূর্বক দখলের অভিযোগ আনা হয়। 

আজিমদের সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলনে মো. হানিফ বলেন, শহিদুল মনির রিটন ও ফিরোজ মেম্বাররা আমাদের এলাকায় এসে রাজত্ব কায়েম করে। ২ বছর আগে আমাদের সম্পত্তি বিক্রির জন্য বায়না চুক্তি হয়ে সীমানা প্রাচীর ও টিনসেড ঘর নির্মাণ করতে গেলে রিটন-ফিরোজরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই টাকা না দেয়ায় তারা আমাদেরকে বিভিন্ন হুমকি দিয়ে আসচে। ২১ এপ্রিল বিরোধীয় জমিতে পুকুর ভরাট বন্ধে আবেদন করি। ওই আবেদনকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহবায়ক আরিয়ান রায়হান গণমাধ্যমকে বলেন, “হানিফদের কাছ থেকে আমার ভাই জমি ক্রয় করে। আমি জমি দেখতে সেখানে গিয়েছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।” 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন