শিরোনাম
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯:৪৯, ২৭ এপ্রিল ২০২৫
নোয়াখালীর চৌরাস্তা আঞ্চলিক মহসড়কটি চার লেনের দাবিতে মানববন্ধনে অনুষ্ঠিত হয়। ছবি: ঢাকা এক্সপ্রেস
লক্ষ্মীপুর থেকে নোয়াখালীর চৌরাস্তা আঞ্চলিক মহসড়কটি ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের একমাত্র সড়ক হওয়ায় চার লেনের দাবিতে আন্দোলনে নেমেছে জনগণ।
এতে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম-আহবায়ক সোহরাব হোসেন বুলু, সদর (পশ্চিম) উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক, সদর (পূর্ব) উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, লক্ষ্মীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার জুলফু, সদস্য সচিব মুনছুর আহমেদ ও জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শামছুল আহসান মামুন প্রমুখ।
এ সময় পৌর শহরের বিভিন্ন এলাকার শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।
জেলা যুবদলের রেজাউল করিম লিটন বলেন,“লক্ষ্মীপুর থেকে নোয়াখালী চৌরাস্তা সড়কটি ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের একমাত্র পথ। বর্তমানে সড়কটি খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়কটির লক্ষ্মীপুর অংশে বাস টার্মিনাল, ইসলাম মার্কেট, পুলিশ লাইনস ও জকসিন বাজার এলাকায় খুব বেহাল দশা। এসব পয়েন্টে বালু উড়ে আশপাশের পরিবেশ বিনষ্ট হয়ে পড়েছে। এ সড়কে চলাচলে নাভিঃশ্বাস সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দ্রুত টেন্ডার কার্যক্রম শেষ করে চারলেন প্রকল্প বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে।
লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, “সড়কটি নিয়ে যাচাই বাছাই শেষ হয়েছে। যাচাই-বাছাইয়ের জন্য বিলম্ব হয়। এখন টেন্ডার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
প্রসঙ্গত, গত জানুয়ারিতে লক্ষ্মীপুর-নোয়াখালী চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কটি (কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়ক) চার লেনে উন্নতিকরনে দরপত্র আহবান করা হয়। মার্চ মাসের শুরুর দিকে টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি।
ঢাকা এক্সপ্রেস/এনএ