ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

১৪ বৈশাখ ১৪৩২, ২৮ শাওয়াল ১৪৪৬

ফিরতে পারছেন না শাবনূর

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮:০০, ২৭ এপ্রিল ২০২৫

ফিরতে পারছেন না শাবনূর

ছবিঃ সংগৃহীত

অনেক বছর ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘ বিরতির পর ২০২৩ সালের নভেম্বরে দেশে ফিরে তিনি দুটি নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন— আরাফাত হোসাইনের পরিচালনায় ‘রঙ্গনা’ এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘মাতাল হাওয়া’। তবে দেড় বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও কোনো সিনেমার কাজই শেষ হয়নি, বরং তৈরি হয়েছে অনিশ্চয়তা।

গত বছরের এপ্রিলে ‘রঙ্গনা’র শুটিং দিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন শাবনূর। প্রথম ধাপের শুটিং শেষ হলেও এরপর থেকেই থমকে আছে কাজ। চলতি বছরের শুরুতে গুঞ্জন ওঠে, শাবনূর নাকি ‘রঙ্গনা’ থেকে সরে দাঁড়িয়েছেন। তবে এই খবরকে গুজব আখ্যা দিয়ে ভক্তদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান তিনি। নির্মাতা আরাফাত হোসাইনও জানিয়েছিলেন, খুব শিগগিরই সিনেমার শেষ অংশের শুটিং শুরু হবে। কিন্তু সেই আশ্বাস এখনো বাস্তবে রূপ নেয়নি।

এপ্রিলের শুরুতে হঠাৎ এক দিনের জন্য দেশে আসেন শাবনূর, উদ্দেশ্য ছিল অসুস্থ মাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া। তবে এই সফরে ‘রঙ্গনা’ বা অন্য কোনো সিনেমা নিয়ে নতুন কোনো তথ্য জানাননি তিনি। নির্মাতা আরাফাত হোসাইনের সঙ্গেও যোগাযোগ করলে পাওয়া যায় কেবল আশার কথা, নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি। সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলে তিনি দায় দেন একটি ‘চক্রের’ ওপর, যারা নাকি ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াচ্ছে।

অন্যদিকে, ‘মাতাল হাওয়া’ নিয়েও তেমন কোনো ইতিবাচক খবর নেই। সিনেমাটির পরিচালক চয়নিকা চৌধুরী শুরু থেকেই জানিয়েছিলেন, তিনি তাড়াহুড়ো করতে চান না— সময় নিয়ে ভালো একটি কাজ উপহার দিতে চান। দেড় বছর পেরিয়ে গেলেও এখনো সেই জায়গাতেই থমকে আছেন তিনি।

সম্প্রতি ২৫ এপ্রিল ফেসবুকে দেওয়া এক পোস্টে চয়নিকা লেখেন, অনেকে আমাকে ‘মাতাল হাওয়া’ নিয়ে প্রশ্ন করে। ‘মাতাল হাওয়া’ তার মতোই আসবে, যখন সময় হবে। তাড়াহুড়ো করে ভালো কিছু হয় না। অনেক আগেই গল্প, স্ক্রিপ্ট, প্রযোজক প্রস্তুত ছিল। সিনেমাটি হলে যাবার আগে কোনো ক্লিপ, ছবি, লুক প্রকাশ করা হবে না। এমন কিছু করব না, যা দেখে দর্শক হাসাহাসি বা ট্রল করে। যদি সব ঠিক থাকে, তবে শাবনূরকে তাঁর মতো সম্মান দিয়েই স্ক্রিনে ফিরিয়ে আনব, নয়তো করব না।

এছাড়া চয়নিকা জানিয়েছেন, ‘মাতাল হাওয়া’র আগে তিনি ‘সখা: দ্য সোলমেট’ নামে একটি নতুন সিনেমার কাজ শুরু করবেন। তবে এতে কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কিছু জানাননি তিনি।

সব মিলিয়ে, শাবনূরের প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা দর্শকদের জন্য এখনও আশার আলো স্পষ্ট নয়। দুটি সিনেমাই রয়ে গেছে অনিশ্চয়তার আবরণে।
 

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন